ইউক্রেনে মানবিক সংকট বেড়ে যাওয়ার জেরে আজ বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিবিসি বলেছে, নিরাপত্তা পরিষদে বৈঠকের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে ও আলবেনিয়া। কূটনৈতিক তথ্য ও ইউক্রেনে বেসামরিক নাগরিকদের বসবাসের এলাকায় রুশ হামলা অব্যাহত থাকার কারণে তারা এ আহ্বান জানিয়েছে।
চীন ও রাশিয়া ছাড়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে কথা বলার একটি উপলক্ষ ঠিক করার চেষ্টা চলছে।
সূত্র : বিবিসি।