‘রুশ আলোচকরা শান্তি চুক্তিতে পৌঁছতে প্রচুর শক্তি ব্যয় করছেন’

রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, সেদেশের আলোচকরা ইউক্রেনের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তিতে পৌঁছতে ‘প্রচুর শক্তি ব্যয় করছেন’। অন্যদিকে ক্রেমলিন ইউক্রেনীয় প্রতিনিধি দলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ করে। মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রতিপক্ষের সমালোচনা করে বলেন, ‘আমরা ইউক্রেনের পক্ষ থেকে একই ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছি না। ’

দিমিত্রি পেসকভ ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় প্রকাশিত ১৫ দফা কথিত শান্তি চুক্তির খবরের সত্যতা অস্বীকার করেন।

তিনি বলেন, কিছু বিষয় আলোচনার মধ্যে থাকলেও সামগ্রিকভাবে প্রতিবেদনটি ভুল।

পেসকভ জাতিসংঘের আন্তর্জাতিক আদালতের রায়েরও নিন্দা করেন। এতে রাশিয়াকে ইউক্রেনে আগ্রাসন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, আদালত যুদ্ধের পক্ষে ক্রেমলিনের যুক্তিগুলো বিবেচনায় নেননি। পেসকভ বলেন, ইউক্রেন সেদেশের পূর্বাঞ্চলে রুশভাষীদের বিরুদ্ধে গণহত্যা করছে।

তিনি আরো বলেন, রাশিয়া আদালতের ওই সিদ্ধান্তটি বিবেচনায় নিতে পারবে না। আর এই রায় কার্যকর করার জন্য অবশ্যই উভয় পক্ষকে সম্মত হতে হবে।

বুধবার রাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের করা মন্তব্যের প্রতিধ্বনি করে পেসকভ কিছু রুশ নাগরিকের নিন্দা করেন। সরকারি মিডিয়ার চাকরি থেকে পদত্যাগ করা এবং দেশ থেকে পালিয়ে যাওয়া ব্যক্তিদের দিকে ইঙ্গিত করে পেসকভ বলেন, ‘তারা বিশ্বাসঘাতক। এমন কঠিন সময়ে অনেক লোক তাদের আসল চেহারা দেখায়। ’

দিমিত্রি পেসকভ একটি ভিডিও কলে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY