‘নিজের সিদ্ধান্ত থেকে একটুও নড়েননি পুতিন’

ইউক্রেনে যে লক্ষ্য অর্জন করতে পুতিন সেনাদের পাঠিয়েছিলেন সে লক্ষ্য এখনো পুরোপুরি অর্জন করতে পারেনি রাশিয়া। 

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে প্রথম হামলা করে রুশ সেনারা। এই সময়ের মধ্যে অনেক ক্ষয় ক্ষতির মুখে পড়েছে তারা। হারিয়েছে অনেক সেনাকে। 

তবে এত কিছুর পরও নিজের সিদ্ধান্ত থেকে পুতিন একটুও নড়েননি। তিনি তার সিদ্ধান্তে অটুট আছেন। নাম প্রকাশ না করার শর্তে এক পশ্চিমা গোয়েন্দা এমন তথ্য জানিয়েছেন। 

সংবাদ সংস্থা রয়টার্সকে ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, পুতিন যে লক্ষ্য নিয়ে অভিযান শুরু করেছিল, আমি এর মধ্যে কোনো পরিবতর্ন দেখিনি। 

তিনি আরও বলেন, শুধু পার্থক্য হলো তারা যে পরিকল্পনা করেছিল, আর এখন যেভাবে আগাচ্ছে। 

ওই গোয়েন্দা আরও বলেন, রাশিয়া লক্ষ্য অর্জন করতে যে সময় নির্ধারণ করেছিল সেই সময় অনুযায়ী তা অর্জন করতে ব্যর্থ হয়েছে। 

এদিকে দুইদিন আগেও সরাসরি পুতিন ঘোষণা দিয়েছেন, তিনি ইউক্রেনে তার লক্ষ্য অর্জন করবেনই। আলোচনার মাধ্যমে যদি তিনি তা অর্জন করতে পারেন তাহলে ভালো। কিন্তু আলোচনা ব্যর্থ হলে সামরিক শক্তি প্রয়োগ করেই লক্ষ্য অর্জন করবেন। 

সূত্র: দ্য গার্ডিয়ান

LEAVE A REPLY