টলিউড থেকে বলিউড, অন্যরকম রুক্মিণী

বর্তমানে টলিউডের বেশ চর্চিত অভিনেত্রী রুক্মিণী মৈত্র। ছবি: ইনস্টাগ্রাম

রুক্মীনী মৈ্ত্র হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রীও মডেল।
রুক্মিণী মৈত্রীর জন্ম ২৭ জুন ১৯৯২ সালে।
তিনি বিভিন্ন আঞ্চলিক,জাতীয়,আন্তর্জাতিক, ম্যগাজিনের অতি পরিচিত মুখ।
চ্যাম্প সিনেমায় অভিনেতা দেবের সাথে জুটিবেঁধে তিনি অভিনয় করেন।
মূলত এই সিনেমার মাধ্যমেই তিনি টলিউডে ডেবিউ করেন। বর্তমানে তিনি টালিগঞ্জ এর এক প্রতিষ্ঠিত অভিনেত্রী।
১৯৯২ সালের ২৭শে জুন রুক্মীণী মৈত্র জন্মগ্রহন করেন। তাঁর পিতা সৌমেন্দ্র মৈত্র ওমাতা মধুমিতা মৈত্র।
তাঁর দাদা রাহুল মৈত্র।তাঁর ঠাকুরদা এন বি মৈত্র পেশায় আইনজীবি ছিলেন।
তাই ছোটবেলায় রূক্মীনিও বড় হয়ে উকিল হওয়ার স্বপ্ন দেখতেন। রূক্মীনি করমেল কনভেন্ট স্কুল থেকে পড়াশোনা করেছেন
এরপর তিনি লরেটো কলেজ থেকে স্নাতক হন এবং কমিউনিকেশন ম্যানেজমেন্ট আই আই এম থেকে এম বি এ করেন।
তিনি মাত্র ১৩ বছর বয়স থেকেই মডেলিং করতে শুরু করেন। যখন তিনি অষ্টম শ্রেনিতে পড়ছিলেন তখনই তিনি প্রথম কোন একটি বানিজ্যিক সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন ।
রুক্মীনির পিতা স্বরগীয় সৌমেন্দ্র মিত্র হলেন IIM এর গোল্ড মেডেলিস্ট এবং মা মধুমিতা মৈত্র গৃহবধূ।
টলিপাড়ায় গুঞ্জন শোনা যায় যে,রুক্মীনি অভিনেতা দেবের সাথে প্রনয়ঘটিত সম্পর্কে আবদ্ধ।
একটি সাক্ষাৎকারে রুক্মিনি একথা স্বীকার করেছেন যে অভিনেতা দেবকে তিনি অনেক বছর আগে থেকেই চেনেন। অর্থাৎ তাঁরা একে অপরের পূর্ব পরিচিত।
রুক্মীনি মূলত ১৩ বছর বয়স থেকেই মডেলিং এর সাথে যুক্ত।
সেই সুবাদে বিভিন্ন ছোট বড় আঞ্চলিক, জাতীয় বা আন্তর্জাতিক স্তরের ম্যাগাজিনের কভার পেজে তাঁর উপস্থিতি লক্ষ্য করা যায়।
শুধু ম্যগাজিন নয় বিভিন্ন প্রসাধনি দ্রব্য যেমন ল্যাকমে ,সানন্সিল্ক, ইমামি প্রভৃতির বিঞ্জাপনেও তাঁকে দেঝা গেছে।
এগুলি ছাড়া ও রিলায়েন্স, ভোডাফোন,প্যারাসুট, টাইটান, টাটা টি, পিসি চন্দ্র জুয়েলার্স, ভিমা জুয়েলার্স,
আভা , সেঙ্কো গোলদ, স্পেন্সার্স,আই টি সি, বিগ বাজার প্রভৃতির বিঞ্জাপনেও তিনিই ছিলেন পরিচিত মুখ।
মাশাবা গুপ্তা,অর্জুন মোদী ও অনিতা ডোঙরী সহ বেশ কিছু ফ্যাশন ডিজাইনারের মডেল হিসেবেও তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।
রুক্মীনি ২০১৭ সালে রাজ চক্রবর্তী পরিচালিত চ্যাম্প সিনেমার মাধ্যমে টলিঊডে ডেবিউ করেন।
এই সিনেমায় তিনি জয়া সান্যালের ভূমিকায় দেবের বিপরীতে অভিনয় করেন।
এই সিনেমায় অভিনয় করেই তিনি লাইমলা্াইটে চলে আসেন।
এরপর তিনি একে একে ককপিট, কবীর, কিডন্যাপ ও পাসোয়ার্ডের মত সিনেমায় অভিনয় করেন।
টাইমস অফ ইন্ডিয়ার বিচারে তিনি ২০১৭ ক্যালকাটা মোস্ট ডিসারেবল ওম্যানের তকমা ছিনিয়ে নেন।
২০১৮ সালে রুক্মীনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্ত এর পক্ষ থেকে মোস্ট প্রমিসিং অ্যাকট্রেস এর সম্মান পান।

এসএইচ

LEAVE A REPLY