বাংলাদেশি কমিউনিটি জানবে তাদের একজন অসাধারণ বন্ধু রয়েছে

‘যত দিন আমি ইউএস সিনেটে মেজরিটি লিডারের দায়িত্বে আছি, তত দিন বাংলাদেশি কমিউনিটি জানবে তাদের একজন অসাধারণ বন্ধু রয়েছে। ‘ এভাবেই নিজেকে বাংলাদেশের মানুষের বন্ধু হিসেবে তুলে ধরলেন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডেমোক্রেটিক নেতা চাক শ্যুমার।  

ইউএস সিনেটের মেজরিটি লিডার বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘চেয়ে দেখুন এই কমিউনিটিকে। যাদের বেশির ভাগই এসেছে গত ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

তারা পরিশ্রম করেছে। নিজেদের ব্যবসা গড়ে তুলেছে। নিজেদের সন্তানদেরকে বড় করছে। যারা এ দেশের বড় তারকা হয়ে উঠছে। আমেরিকার নীতি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল এই কমিউনিটির ওপর আমার পূর্ণ আস্থা আছে। এটা একটা গ্রেট কমিউনিটি। ‘

নিউ ইয়র্কের লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে আয়োজিত বাংলাদেশিদের এক সমাবেশে তিনি এমন কথা বলেন। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন সিনেট মেজরিটি লিডার চাক শ্যুমার। নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, নিউ আমেরিকান ইয়ুথ ফোরাম, নিউ আমেরিকান উইমেন্স ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। দশম বার্ষিক এই ডিনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের মূলধারার রাজনীতিবিদদের অনেকে। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন মোরশেদ আলম, রুবাইয়া রহমান, আহনাফ আলমসহ অনেকে।
 
চাক শ্যুমার বলেন, এশিয়ান ও বাংলাদেশিদের ওপর কোনো ধরনের আক্রমণ মেনে নেওয়া হবে না। যারা আক্রমণকারী তারা আমেরিকান নন। বৈষম্য ও আক্রমণের ঘটনা ঠেকাতে আইনের কঠোর ব্যবহার করা হচ্ছে বলে জানান।   

চাক শ্যুমার বলেন, ‘আমার একটি সুযোগ হয়েছে। প্রথমবারের মতো একজন বাংলাদেশি আমেরিকান নুসরাত চৌধুরীকে ফেডারেল বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। ‘ তিনি বলেন, তার শ্বশুর একজন ক্যাব ড্রাইভার ছিলেন। সেই অনুযায়ী বাংলাদেশিসহ অন্য দেশের ক্যাবচালকদের স্বার্থ সুরক্ষায় নানা ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

অনুষ্ঠানে উপস্থিত নিউ ইয়র্কের বাংলাদেশ কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘চাক শ্যুমারের মতো একজন প্রভাবশালী সিনেটর যেভাবে বাংলাদেশিদের প্রশংসা করলেন, সেটা বাংলাদেশিদের অর্জন বলে আমি মনে করি। বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সম্পর্কের ৫০ বছর পূর্তি হতে চলেছে। এই শুভক্ষণে দুই দেশের সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে আমি মনে করি। ‘

LEAVE A REPLY