স্বর্ণলতার মনোযোগ এখন অভিনয়ে

স্বর্ণলতা, এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী। মাইদুল রাকিব পরিচালিত ধারাবাহিক নাটক ‘গার্লস স্কোয়াড’-এ চাপাবাজ মিম চরিত্রে অভিনয় করে যিনি সবচেয়ে বেশি আলোচনায় এসেছেন। ‘গার্লস স্কোয়াড-সিজন টু’তেও তিনি অভিনয় করছেন একই চরিত্রে। আগের সিজনের চেয়ে নতুন সিজন নিয়ে স্বর্ণলতার আশা অনেক বেশি। 

সম্প্রতি তিনি ‘গার্লস স্কোয়াড সিজন টু’র কাজ শেষ করলেন। স্বর্ণলতার মা রীতার স্বপ্ন ছিল মেয়েকে সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করার। যে কারণে ছায়ানটে স্বর্ণলতাকে দিয়ে চার বছরের কোর্সও করান। আবার ফরিদা পারভীনের কাছেও স্বর্ণলতা গানের তালিম নিয়েছিলেন। স্বর্ণলতা গাইতে পারেন লালন সঙ্গীত। কিন্তু গানের প্রতি তার কোনো মনোযোগ নেই। মা চায় অন্তত একটি মৌলিক গান হলেও থাকুক স্বর্ণলতার। কিন্তু স্বর্ণলতার পুরো মনোযোগ এখন অভিনয়ে। যে কারণে অভিনয়ের বাইরে আপাতত তিনি টিভি শো’তেও উপস্থাপনা বন্ধ করে দিয়েছেন। শুধু করপোরেট শো-ই উপস্থাপনা করছেন তিনি। 

স্বর্ণলতা জানান, আগামী মাসের শুরু থেকে তাকে পুরোদস্তুর ব্যস্ত থাকতে হবে ঈদ পর্যন্ত। আগামী মাসের শুরুতেই তিনি একটি ঈদ ধারাবাহিকের শুটিং শুরু করবেন সাগর জাহানের পরিচালনায়। এর আগে তিনি সাগর জাহানের পরিচালনায় ‘শেফালীর প্রেমিকেরা’ ঈদ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। এখন তার প্রচার চলতি ধারাবাহিকের মধ্যে কায়সার আহমেদের ‘বকুলপুর-২’ নাটকে নিগার চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা পাচ্ছেন তিনি। 

এছাড়াও তিনি অভিনয় করছেন শামস করিমের ‘বউ দৌড়’, ফরিদুল হাসানের ‘দৌড় দ্য ট্রেন্ডি’, সজীব মাহমুদের ‘হৈ চৈ ডটকম’ ও হিমু আকরামের ‘শান্তি মলম ১০ টাকা’ ধারাবাহিক নাটকে। 

অভিনয় এবং গান প্রসঙ্গে স্বর্ণলতা বলেন, সবকিছুর ঊর্ধ্বে এখন আমার কাছে অভিনয়। অভিনয়েই পুরো মনোযোগ আমার। এর বাইরে আসলে বিকল্প কিছু নিয়ে ভাবার আগ্রহ নেই। তবে আমার মা যেহেতু গান শিখিয়েছেন। মায়ের এই কষ্টের প্রতি আমার পরম শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। মা চান আমি যেন গান করি। অন্তত একটি মৌলিক গান যেন করি। আসলে সেটা আমার জন্য খুব কঠিন হলেও হয়তো কোনো একদিন একটি গান করব। স্বর্ণলতা সর্বশেষ মোশাররফ করিমের স্ত্রী জুঁইয়ের গাওয়া গান ‘তোমায় ঘিরে সব’ গানে মডেল হয়েছিলেন।

LEAVE A REPLY