১৭ ঘণ্টা পর শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

রবিবার শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের কয়লাঘাটে ডুবে যাওয়া একটি লঞ্চ ১৭ ঘণ্টা পর সোমবার উদ্ধার করা হয়েছে

শীতলক্ষ্যা নদীতে পণ্যবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি আজ সোমবার ১৭ ঘণ্টা পর উদ্ধার করেছে কোস্টগার্ড। এর আগে রবিবার (২০ মার্চ) লঞ্চটি ডুবে গেলে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, এমভি রুপসি-৯ নামে একটি পণ্যবাহী জাহাজের ধাক্কায় রবিবার দুপুরে এমএল আশরাফ উদ্দিন লঞ্চটি ডুবে যায়। এতে লঞ্চে থাকা ৫০-৬০ জন যাত্রী পানিতে ডুবে যান।

লঞ্চে আরও একজনের উদ্ধার করেছে কোস্টগার্ড। এ নিয়ে মৃতের সংখ্যা সাতজনে উন্নীত হলো।

রবিবার শতাধিক যাত্রী নিয়ে নারায়ণগঞ্জের কয়লাঘাটে ডুবে যায় একটি লঞ্চ

রবিবার রাত ১০টার দিকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে আসে। রাতভর চেষ্টার পর আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে মাঝনদী থেকে লঞ্চটিকে টেনে তীরে আনে উদ্ধারকারী জাহাজটি।

এদিকে, এখন পর্যন্ত লঞ্চের ভেতর কোনো মরদেহ না পাওয়ায় বিক্ষোভ করেছে স্বজনরা। পরে পুলিশ তাদের সঙ্গে সমঝোতা করে পরিস্থিতি শান্ত করে।পড়ুন : 

এ ঘটনায় রবিবারই চালকসহ জাহাজে থাকা সবাইকে আটক করেছে নৌ-পুলিশ।

LEAVE A REPLY