বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির চেয়ারপারসন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২১ মার্চ) সন্ধ্যায় তিনি গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ফিরোজাতে দলীয় প্রধানের সার্বিক খোঁজখবর নিয়েছেন। এছাড়াও রাজনীতির সার্বিক পরিস্থিতি সম্পর্কে খালেদা জিয়াকে অবহিত করেন ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাসপাতাল থেকে বাসায় ফেরার পর গত ৮ ফেব্রুয়ারি কানাডিয়ান একটি মানবাধিকার সংস্থার পদক ও সনদ দেয়ার জন্য খালেদা জিয়ার বাসভবনে যান মির্জা ফখরুল। এরপর তিনি দ্বিতীয়বারের মতো রবিবার খালেদা জিয়ার বাসায় যান ও দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একান্তে বিএনপির দুই শীর্ষ নেতা আলাপ করেন।ডি- এইচএ