জাপানের ওপর ক্ষিপ্ত হয়ে যে সিদ্ধান্ত নিল রাশিয়া

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা করেছে জাপান। 

গত সপ্তাহে জাপানের পক্ষ থেকে বলা হয়, রাশিয়াকে বাণিজ্যিক দিক দিয়ে যে বিশেষ সুবিধা দেওয়া হয় সেটিও বাতিল করে দেবে তারা। 

প্রকাশ্যে রাশিয়ার সমালোচনা ও সুযোগ সুবিধা বাতিল করে দেওয়ার হুমকির কারণে জাপানের ওপর চটেছে রাশিয়া। 

সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এ বিবৃতিতে তারা জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জাপানের সঙ্গে যে শান্তি চুক্তি হওয়ার ব্যাপারে আলোচনা হচ্ছিল, সেই আলোচনা আর করবে না রাশিয়া।

এ ব্যাপারে বিবৃতিতে বলা হয়, রাশিয়া এ মূহুর্তে জাপানের সঙ্গে শান্তি চুক্তির বিষয়ে আলোচনা করতে আগ্রহী নয়।

বিবৃতিতে আরও বলা হয়, এমন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করা সম্ভব নয়, যে দেশ প্রকাশ্যে বিপক্ষে অবস্থান নিয়েছে এবং আমাদের ক্ষতি করতে ও স্বার্থবিরোধী কাজ করতে মুখিয়ে আছে।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY