পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলায় রাশিয়ার তীব্র প্রতিক্রিয়া

রাশিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের রাষ্ট্রদূত জন জে সুলিভানকে ডেকে পাঠায় রাশিয়া। 

সোমবার গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে হুশিয়ারি দেওয়া হয়েছে রাশিয়ার পক্ষ থেকে। তাকে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনকে জো বাইডেন যুদ্ধাপরাধী ডেকে সমীচীন কাজ করেননি। তার এই মন্তব্যের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক যে কোনো সময় ছিন্ন হয়ে যেতে পারে।

গত সপ্তাহে পুতিনকে সরাসরি যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন জো বাইডেন। তিনি দাবি করেন, পুতিন ইউক্রেনে সেনা পাঠিয়ে নিরস্ত্র ও সাধারণ  জনগণকে হত্যা করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে শাসানোর পর একটি বিবৃতি দিয়েছে রাশিয়া। সেই বিবৃতির ভাষাও ছিল বেশ কড়া।

বিবৃতিতে রাশিয়া জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টে কাছ থেকে এমন মন্তব্য (পুতিনকে যুদ্ধাপরাধী ডাকা), যা কোনো উচ্চপদস্থ রাষ্ট্রনেতার মুখে শোভা পায় না। তার এমন মন্তব্য রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে খাদের কিনারায় নিয়ে গেছে।

জো বাইডেনের এমন মন্তব্যের পর থেকেই তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে রাশিয়া।

সূত্র: আল জাজিরা

LEAVE A REPLY