শট খেলতে সমস্যা; টিভি ক্যামেরার ওপর ক্ষুব্ধ স্মিথ

ছবি : এএফপি

লাহোর টেস্টের দ্বিতীয় দিনে ৩৯১ রানে অল-আউট হয়েছে অস্ট্রেলিয়া। দুর্দান্ত ব্যাটিং করেছেন উসমান খাজা করেছেন ৯১ রান। এছাড়া তাকে যোগ্য সঙ্গ দিয়ে স্টিভ স্মিথ ৫৯ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন। ৮ রানে ২ উইকেট হারানোর পর ১৩৮ রানাএর জুটি গড়েন দুজন।

তবে স্টিভ স্মিথের এই রানের থেকেও বেশি আলোচনায় তার ক্ষোভের বহিঃপ্রকাশ।

ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম দিনের ১১তম ওভারে।  বল করছিলেন হাসান আলী।  ততক্ষণে ডেভিড ওয়ার্নার এবং লাবুশানেকে হারিয়ে চাপে অজিরা। স্মিথ ব্যাট করার সময় বলটি হালকা হাতে খেলেন। বল খেলেই তিনি লেগ-সাইডের দিকে ইঙ্গিত করে তার বিরক্তি প্রকাশ করেন। আম্পায়ারের কাছেও অভিযোগ দেন। স্মিথ কী নিয়ে বিরক্ত ছিলেন তা বোঝা যাচ্ছিল না। কয়েক সেকেন্ড পর টিভি রিপ্লেতে দেখা যায়, স্মিথ একটি বগি ক্যামেরার নড়াচড়ায় বিরক্ত হয়েছিলেন যা ডিপ মিড-উইকেট সীমানার বাইরে ছিল।

স্মিথের প্রতিক্রিয়া দেখে ধারাভাষ্যকাররাও হাসতে শুরু করেন। আসলে স্মিথের ব্যাটিংয়ের সময় ক্যামেরার নড়াচড়ায় স্মিথের মনোসংযোগে ব্যাঘাত ঘটছিল। তবে স্মিথের নজর যে ডিপ মিড উইকেট পর্যন্ত চলে যায় তা দেখে আশ্চর্য হয়েছেন সবাই। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ক্যাপশনে তারা লেখে, ‘স্মিথ, বগি তোমার কাছে ক্ষমা চেয়েছে’। উল্লেখ্য, সাইডস্ক্রিনের পাশে মানুষের আনাগোনার জন্যও একাধিকবার ব্যাটারদের মনোসংযোগে সমস্যা হয়েছে।

LEAVE A REPLY