পুতিনের সঙ্গে আবারো আলাপ করলেন ম্যাখোঁ

ইউক্রেন ইস্যুতে আবারো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। মঙ্গলবার এই দুই নেতার আলাপের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে ম্যাখোঁর কার্যালয় এলিসি প্যালেস।

বিবিসি জানিয়েছে, ওই বিবৃতিতে বলা হয়েছে- যুদ্ধবিরতি এবং নিরাপত্তা উদ্বেগ নিয়ে কথা হয়েছে পুতিন ও ম্যাখোঁর মধ্যে। তবে এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি।

বিবিৃতিতে আরো বলা হয়েছে, প্রেসিডেন্ট ম্যাখোঁ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যুদ্ধবিরতি কিংবা ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সম্ভাব্য আলোচনা ছাড়া আর কোনো পথ নেই। ম্যাখোঁ ইউক্রেনের পাশে আছেন বলেও জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবারই জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলৎজ ও ইতালির প্রেসিডেন্ট মারিও দ্রাঘির সঙ্গে কথা বলেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁ।  

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে বসার আগে তিন রাষ্ট্র প্রধানের সঙ্গে আলোচনা করলেন ম্যাখোঁ। আলোচনার অন্যতম বিষয় ছিল ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউরোপের জ্বালানি চাহিদা এবং খাদ্য নিরাপত্তা।

ইউক্রেন ইস্যুতে এর আগে মস্কো ছুটে গিয়েছিলেন ম্যাখোঁ। তবে তাঁর সেই সফরে যুদ্ধ থামানো যায়নি। যদিও রশ হামলার মধ্যেও মস্কো প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় প্রতিনিধি দল। দফায় দফায় সাময়িক যুদ্ধবিরতিও এসেছে।
সূত্র: বিবিসি।

LEAVE A REPLY