ম্যানচেস্টারে সেলফোর্ড বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার ৫১তম বার্ষিকী উদযাপন

ম্যানচেস্টাস্থ সেলফোর্ড বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘বাংলাদেশ উদ্যাপন’ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী ও জাতীয় দিবসের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সেলফোর্ড শহরের মেয়র, অন্যান্য শহরের উপমেয়র, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, শিক্ষাবিদ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

স্বাগত ভাষণে ম্যানচেস্টারের সহকারী হাই-কমিশনার কাজী জিয়াউল হাসান সেলফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ উদ্যাপনের’ উদ্যোগকে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জ্ঞাপন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে কোটি বাঙালি মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ার মাধ্যমে ১৯৭১ এর ১৬ ডিসেম্বরে দেশ স্বাধীন হয়। সহকারী হাই-কশিনার জাতির পিতার মাত্র তিন বছর সময়ে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য তুলে ধরেন। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে এবং জাতীয় অর্থনীতির ক্রমবর্ধমান ধারা বজায় রাখতে সরকারের জনমুখী নীতির প্রতিফলন বলে বক্তারা আলোচনায় তুলে ধরেন।

অনুষ্ঠানে বর্তমান সরকারের অগ্রাধিকার তালিকায় বিদেশি বিনিয়োগ, প্রযুক্তির আহরণ এবং গবেষণা ও উন্নয়ন বিষয়ক অগ্রাধিকারমূলক নীতি ও প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয়। বাংলাদেশের উন্নয়ন এবং বঙ্গবন্ধুর ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়’ নীতির ভিত্তিতে আন্তর্জাতিক সমৃদ্ধির পথে অংশীদারিত্ব আরো গভীর হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।

LEAVE A REPLY