মিডিয়াতে কাজ শুরুর পর একাধিক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও আগ্রহী ছিলেন না মন্দিরা চক্রবর্তী। তার লক্ষ্য ছিল মানসম্মত গল্পে নায়িকা হওয়ার জন্য। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে এ অভিনেত্রীর।
গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করতে যাচ্ছেন মন্দিরা। এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে মন্দিরা বলেন, ‘আমার স্বপ্ন অবশেষে পূরণ হলো। মনপুরা যখন মুক্তি পায়, তখন আমি সিনেমা হলে গিয়ে ছবিটি দেখেছি। সিনেমাটি আমার মনে গেঁথে আছে। মিডিয়াতে কাজ শুরুর পর থেকেই স্বপ্ন ছিল শ্রদ্ধেয় সেলিম ভাইয়ের সিনেমায় কাজ করব।’
আগামী মাস থেকে ‘কাজল রেখা’ সিনেমার শুটিং শুরু হবে বলে জানা গেছে।
সেরা নাচিয়ে’খ্যাত মডেল, অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী ২০১২ সাল থেকে মিডিয়াতে কাজ করছেন। ওয়াহিদ আনামের নির্দেশনায় ‘প্রতিযোগিতা’ নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এরপর বিভিন্ন পরিচালকের নির্দেশনায় তিনি মোশাররফ করিম, তাহসান, আফরান নিশোর বিপরীতেও অভিনয় করেছেন।
চ্যানেল আইতে প্রচারিত ‘শুকনো পাতার নুপুর’ ধারাবাহিকে অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছেন মন্দিরা। এটি নির্মাণ করেছিলেন শাহজাদা মামুন।