বাংলাদেশের বিপক্ষে মালদ্বীপ ডাগ আউটে বিশ্বকাপ খেলা ফুটবলার

ফ্রান্সিসকো মরেরো।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ রাতে মালেতের স্বাগতিক মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। এই ম্যাচে মালদ্বীপের ডাগ আউটে দাঁড়াবেন ১৯৯৮ বিশ্বকাপ খেলা ফুটবলার ফ্রান্সিসকো মরেরো। ৯৮’এর বিশ্বকাপে ইতালির হয়ে তিনি খেলেছিলে চারটি ম্যাচ। সেই মরেরোকে গত বছরের অক্টোবরে প্রধান কোচের দায়িত্ব দেয় মালদ্বীপ।

প্রথমবারের মত দক্ষিণ এশিয়া অঞ্চলে কোচিং করাতে আসেন বিশ্বকাপ খেলা সাবেক এই ফুটবলার।  

মরেরো অধীনে এর আগে বাংলাদেশের বিপক্ষে একটি ম্যাচ খেলেছে মালদ্বীপ। গত নভেম্বরে শ্রীলংকায় চার জাতি টুর্নামেন্টে ২-১ গোলে জিতেছিল বাংলাদেশ। তবে সেই হারকে অপ্রত্যাশিত বলছেন মরেরো। কিন্তু আজকের ম্যাচ নিয়ে বেশ আত্মবিশ্বাসী এই ইতালিয়ান। নিজেদের পরখ করে নেওয়াই মূল লক্ষ্য বলে জানিয়েছেন মরেরো।  

ক্লাব ফুটবল ক্যারিয়ারে মরেরো খেলেছেন ইন্টার মিলান, নাপোলি, রোমার মত ক্লাবে। সতীর্থ হিসেবে পেয়েছে ব্রাজিলিয়ান নাম্বার নাইন রোনালদো লিমা, দিয়েগো সিমিওনে, আন্দ্রে পিরলো, সিড্রপ, জানেত্তিদের মত তারকাদের। ইতালির জার্সি গায়ে ৮টি ম্যাচ খেলেছেন এই রাইট উইঙ্গার, যার চারটিই ছিল ৯৮ এর বিশ্বকাপে। সেবার তাদের দল কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছিল।

LEAVE A REPLY