মেসিকে বেশি দিন পিএসজিতে দেখছেন না বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা

ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে সময়টা ভাল যাচ্ছে না আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে করেছেন মোটে সাত গোল। পিএসজিকেও পারেনি চ্যাম্পিয়নস লিগে টিকিয়ে রাখতে। শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে অবিশ্বাস্য ভাবে হেরেছে ফ্রেঞ্চ ক্লাবটি।

এমতাবস্থায় লিওনেল মেসিকে আর বেশি দিন পিএসজিতে দেখতে পাচ্ছেন না তাঁরই স্বদেশী সাবেক তারকা মারিও কেম্পেস।

আর্জেন্টিনার হয়ে ৪২ ম্যাচ খেলা এই সাবেক ফুটবলারের দাবি পিএসজিতে ভাল নেই মেসি। এছাড়া যদি মেসি যদি বার্সেলোনায় ফিরে যেতে চান সেটা সুখকর হবে না বলে মনে করেন তিনি। সুপার দেপোর্তিভো রেডিওকে দেওয়া এক সাক্ষাতকারে বিশ্বকাপ জয়ী কেম্পেস বলেন,’পরিস্থিতি যদি এরকম চলতে থাকে তবে আমার মনে হয়না পিএসজিতে মেসি এত দিন টিকে থাকতে পারবেন। আমি জানি না বার্সেলোনা তাকে উন্মুক্ত ভাবে স্বাগত জানাবে কিনা, কারণ সে এমনভাবে চলে গেছে যা কেউ আশা করে না এবং এখন সে এমনভাবে ফিরে আসবে সেটাও কেউ আশা করবে না। এটা জটিল। ‘

kalerkantho

( মারিও কেম্পেস )

কেম্পেস আরও বলেন,’মেসি যদি পিএসজিতে ক্লান্ত হয়ে পড়েন তবে তাকে পরিস্থিতি সমাধান করতে হবে এবং দেখতে হবে সে তার ভবিষ্যৎ নিয়ে কি করতে চায়। পিএসজি বার্সেলোনা নয়। বার্সেলোনায় সে রাজা ছিলেন। তিনি এখনও বিশ্বের রাজা কিন্তু এখানে সে ফলাফল পাচ্ছেনা। ‘

LEAVE A REPLY