নিজ কমান্ডারকেই হত্যা করলেন ক্ষুদ্ধ রুশ সেনা!

ইউক্রেনে যুদ্ধরত ৩৭ মোটর রাইফেল ব্রিগেড কমান্ডার কর্নেল ইউরি মেদভেদেভ নিহত হয়েছেন। 

কর্নেল ইউরি মেদভেদেভের দুই পা গুরতর জখম হলে তাকে বেলারুশের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই হাসপাতালেই চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। 

তবে পশ্চিমা গোয়েন্দারা দাবি করছেন, কর্নেল ইউরি মেদভেদেভকে হত্যা করা হয়েছে। আর তাকে হত্যা করেছে তারই অধীনস্ত একজন সেনা।

পশ্চিমাদের দাবি, ইউক্রেনে ব্যপক ক্ষয়ক্ষতির স্বীকার হওয়ার পর একজন ট্যাংক সেনা ক্ষুদ্ধ হন। আর ক্ষোভের বসে তিনি সেই কমান্ডারের ওপর তার ট্যাংক তুলে দেন। এতে কর্নেল মেদভেদেভ গুরুতর আহত হন। 

এমন ঘটনা দেখে ওই সময় অন্য সেনারা অবাক হয়ে যান সঙ্গে ভয়ও পান। 

ইউক্রেনের সাংবাদিক রোমান সিমবালায়ুক ফেসবুকে দাবি করেছেন, যে সেনা তার কমান্ডারের ওপর ট্যাংক ওঠিয়ে দিয়েছে সেই সেনা তার অন্য বন্ধুদের মৃত্যু ও ইউনিটের ব্যাপক ক্ষয়ক্ষতির জন্য কমান্ডারকে  দায়ি করেছিলেন এবং কমান্ডারের ওপর ক্ষুদ্ধ ছিলেন। 

আর ক্ষোভ থেকেই তিনি এমন কাণ্ড ঘটিয়েছেন। 

তবে রাশিয়ার পক্ষ থেকে এ খবরের সত্যতা নিশ্চিত করা হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান, ডেইলি মিরর

LEAVE A REPLY