আরআরআর’ চলচ্চিত্র
দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণের বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘আরআরআর’ আজ মুক্তি পেয়েছে। মুক্তির পরই তুমুল সাড়া ফেলেছে; চলচ্চিত্র বিশ্লেষকদের রিভিউয়ে জুটছে রেকর্ড গড়ার প্রত্যাশার কথা।
ছবিতে অভিনয় করেছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর, রাম চরণ। সেই সঙ্গে রয়েছেন বলিউডের দুই তারকা আলিয়া ভাট ও অজয় দেবগন।
মুক্তির প্রথম দিনেই হৈচৈ ফেলে দিয়েছে ছবিটি। তাই চড়া মূল্যে বিক্রি হচ্ছে ছবিটির টিকিট। দিল্লিতে বেশ কিছু জায়গায় এই ছবির টিকিট বিক্রি হচ্ছে প্রায় ২১০০ রুপিতে। তাতেও নাকি টিকিট পাচ্ছেন না অনেকেই।
বলিউড হাঙ্গামা বলছে, চাহিদা থাকায় কোথাও কোথাও ২১০০ রুপিতেও (বাংলাদেশি মুদ্রায় ২৩০০ টাকার বেশি) বিক্রি হচ্ছে ‘আরআরআর’ সিনেমার টিকিট। তেলেগুর সিনেমা হলে এই সিনেমার থ্রিডি সংস্করণের জন্য টিকিটের দাম ১৩২০ রুপি রাখা হচ্ছে। ধারণা করা হচ্ছে, উদ্বোধনী দিনের আয়ে রেকর্ড ভাঙতে যাচ্ছে ‘আরআরআর’। টিকিটের এমন অস্বাভাবিক দামের জন্য এই ছবির বিশাল বাজেটকে দেখাচ্ছেন ট্রেড অ্যানালিস্টরা!
ইতিমধ্যেই সিনেমা বিশ্লেষক তরণ আদর্শ এককথায় এই সিনেমাটিকে ‘অসাধারণ’ বলে নিজের মাইক্রোব্লগিং সাইট টুইটারে মন্তব্য করেছেন। শুধু তাই নয়, ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সিনেমা হিসেবে দাবি করেছেন ‘ট্রিপল আর’-কে। যা কিনা ব্লকবাস্টার হিট ‘বাহুবলী’রও জনপ্রিয়তা ও বক্স অফিস আয়কে ছাড়িয়ে যেতে পারে।
শুরুতে ২০২০ সালের জুলাইয়ে ‘ট্রিপল আর’ সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেছিলেন প্রযোজক-নির্মাতা। এরপর তা পিছিয়ে গত বছরের জানুয়ারি করা হয়েছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে শুটিং বন্ধ থাকায় আবারও তারিখ পরিবর্তন করতে হয় নির্মাতাদের। পরবর্তী সময়ে ১৩ অক্টোবর মুক্তির তারিখ নির্ধারণ করেন তারা। কিন্তু সেটিও পরিবর্তন করে চলতি বছরের ৭ জানুয়ারি করা হয়েছিল। সেটিও স্থগিত হয়ে অবশেষে ২৫ মার্চ তেলেগু ও তামিলের পাশাপাশি মালয়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পেয়েছে।
‘আরআরআর’ সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগন, আলিয়া ভাটসহ আরো অনেক তারকা। দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনি তুলে ধরা হয়েছে ‘আরআরআর’ সিনেমাটিতে। এখন দেখার বিষয় বক্স অফিসে দাপট দেখাতে কতটা সক্ষম হয় আলোচিত এই ছবি! মুক্তির আগেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। সিনেমাটির মোট বাজেট ৪০০ কোটি রুপি বলে শোনা যায়। উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।