মেসি বললেন, বিশ্বকাপের পর অনেক কিছু বদলে যাবে

পিএসজির জার্সিতে সময়টা মোটেও ভাল যাচ্ছিলোনা আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। চ্যাম্পিয়নস লিগে দলকে নিয়ে যেতে পারেননি শেষ আটে। নিজেও পাচ্ছেন না গোলের দেখা। এমতাবস্থায় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আজ পেলেন গোলের দেখা।

গোটা ম্যাচেই করেছেন উজ্জ্বল পারফরম্যান্স।

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার মাটিতে আর কোনও ম্যাচ নেই মেসিদের। ঘরের মাঠে মেসির এটাই শেষ ম্যাচ কিনা এমন প্রশ্নও উঠতে দেখা গিয়েছে। তবে মেসি এসব নিয়ে ভাবছেন না। ম্যাচ শেষে তিনি বলেন,’এটিই দেশের মাটিতে শেষ ম্যাচ কি না আমি জানি না, সত্যিই জানি না। এখন যা সামনে আছে তা নিয়েই শুধু ভাবছি এবং সেটা ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ। এরপর জুন ও সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ আছে আমাদের। ‘

নভেম্বরে কাতারে আয়োজিত হবে ফিফা বিশ্বকাপ। এটিই হতে পারে লিওনেল মেসির ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাই হয়তো বিশ্বকাপের পর অনেক কিছু ভাবার কথা বললেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার,’বিশ্বকাপের পরে আমি অনেক কিছু নিয়ে পুনরায় ভাববো। এটি খারাপ হতে পারে, ভালোও হতে পারে। আশা করি সেরাটাই হবে। তবে হ্যাঁ! বিশ্বকাপের পরে অনেক কিছুই বদলে যাবে। ‘

LEAVE A REPLY