সিলেটে জামাল-তারিকরা

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ খেলতে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন অবস্থান করছে সিলেটে। আগামী ২৯ মার্চ সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গোলিয়ার বিপক্ষে একটি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। সেই লক্ষ্যে আজ দুপুর ১২টায় সিলেটে পৌঁছেছে হাভিয়ের কাবরেরার দল।

এর আগে গত বৃহস্পতিবার রাতে মালদ্বীপের মালেতে স্বাগতিকদের সঙ্গে একটি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

সে ম্যাচে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ দল। এরপর গতকাল শুক্রবার দেশে ফিরে আজ সিলেটে গেছে জামাল-তারিকরা। মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচকে সামরে রেখে আজ বিকেলে সিলেট বিকেএসপি মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দল।

প্রায় দেড় বছর পর দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে নেপালের বিপক্ষে ঘরের মাটিতে খেলেছিল বাংলাদেশ। মঙ্গোলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দর্শক ফিরছে দেশের ফুটবলে।

LEAVE A REPLY