সাপের কামড় খেয়েও শিক্ষা হয়নি, পুকুরে গোসল সালমানের

বলিউড সুপারস্টার সালমান খান

গত ২৫ ডিসেম্বর মধ্যরাতে পানভেলে নিজের খামারবাড়িতে সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। তাও আবার তার জন্মদিনের (২৭ ডিসেম্বর) ঠিক আগের দিন। তারপরও পুকুরে নেমে গোসল অভিনেতার! না, সুইমিং পুল নয়। গাছগাছালি ভর্তি অকৃত্রিম পুকুর।

শনিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে দুইটি ছবি পোস্ট করেন সালমান। পুকুরে গোসল করার ছবি। গায়ে পোশাক নেই। কিন্তু মাথায় আছে ঘিয়ে রঙা টুপি। হাসিমুখে জলে গা ভাসিয়েছেন এই তারকা।

একদিকে যেমন অন্যান্য বলিউড তারকা তার ছবিতে ভালোবাসা জানিয়েছেন, অন্যদিকে সালমান ভক্তরা খানিক উদ্বেগে। তাই সালমানকে সাপের কামড়ের কথা মনে করিয়ে সতর্ক করে দিয়েছেন। যদিও সালমানের ছবিতে কোথাও লেখা নেই যে, ছবিটি কোথায় তোলা। আদৌ সেই পুকুরটি তার পানভেলের খামারবাড়িতেই কিনা, তা স্পষ্ট করে বোঝা যাচ্ছে না।

বহু দিন আগেই খামারবাড়ির কেয়ারটেকারদের সালমান বলেছিলেন, খামারবাড়িতে প্রচুর সাপ আছে। তোমরা ব্যবস্থা নাও। সেই খামারবাড়ির মালিককেই সাপে কামড়াল। বন্ধুদের সূত্রে জানা যায়, খামারবাড়ির চারধারে প্রচুর জঙ্গল এবং আগাছা রয়েছে। পাখি এবং বিভিন্ন পশুর বাস সেখানে।

জন্মদিনের আগে ২৫ ডিসেম্বর মধ্যরাতে পানভেলে নিজের খামারবাড়িতে তখন বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন সালমান। হঠাৎ হাতে ব্যথা অনুভব করেন তিনি। সেই মুহূর্তেই বন্ধুদের চোখে পড়ে সালমান যেখানে বসেছিলেন, একটি সাপ সেখান থেকে নেমে যাচ্ছে। তৎক্ষণাৎ চিৎকার করে সাহায্য চাইতে শুরু করেন বন্ধুরা। দেরি না করে নবী মুম্বাইয়ের এক হাসপাতালে ভর্তি করানো হয় ভাইজানকে। রাত তখন তিনটা। ছয় থেকে সাত ঘণ্টা হাসপাতালে চলে চিকিৎসা।

LEAVE A REPLY