আইপিএল ২০২২ শুরুর ঠিক আগে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছাড়লেন মহেন্দ্র সিং ধোনি। মাহির বদলে সিএসকের নতুন নেতা নির্বাচিত হলেন রবীন্দ্র জাদেজা। সিএসকের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় নেতৃত্ব বদলের কথা।
ফ্র্যাঞ্চাইজির তরফে স্পষ্ট জানানো হয়েছে যে, জাদেজার হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছেন স্বয়ং ধোনি। সঙ্গে এও নিশ্চিত করা হয়েছে যে, চলতি মরশুমে এবং তার পরেও চেন্নাইয়ের হয়ে প্রতিনিধিত্ব করবেন ধোনি। সুতরাং, নতুন আইপিএল মরশুম শুরুর আগে ধোনির অবসর নিয়ে জল্পনা যাতে দানা না বাঁধে, সেই চেষ্টাই করা হয় সিএসকের তরফে।
এবছর মেগা নিলামের আগে জাদেজাকে প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে রিটেন করে চেন্নাই। ধোনির পরামর্শ মতোই এমন পদক্ষেপ নেয় ফ্র্যাঞ্চাইজি। তখনও অবশ্য এমন ইঙ্গিত মেলেনি। ধোনি থাকতে অন্য কেউ চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দেবেন, এমনটা ভাবাই সম্ভব ছিল না ক্রিকেটপ্রেমীদের পক্ষে। তবে ধোনি বরাবর এমনই চমকে দেওয়া সিদ্ধান্ত নেন। সব মিলিয়ে ক্যাপ্টেন ধোনি পাকাপাকিভাবে অস্তাচলে গেলেন এতদিনে। সূত্র: হিন্দুস্তান টাইমসএসএইচ