রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহার ‘ক্রমবর্ধমান বাস্তবতা’: জাপানের প্রধানমন্ত্রী

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া আজ হোক আর কাল হোক পারমাণবিক অস্ত্র ধরবে। এটি সেখানকার ‘ক্রমবর্ধমান বাস্তবতা’। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পারমাণবিক হামলার শিকার হিরোশিমা শহরে সফরকারী মার্কিন দূত রাহম ইম্যানুয়েলকে স্বাগত জানানোর সময় তিনি একথা বলেন।

বিশ্বে পরমাণু অস্ত্র দ্বারা আক্রান্ত একমাত্র দেশ জাপান নিয়মিতভাবেই পরমাণু অস্ত্রের বিরুদ্ধে কথা বলে আসছে রয়টার্স জানায়, পার্লামেন্টে হিরোশিমার প্রতিনিধিত্বকারী ফুমিও কিশিদা শনিবার মার্কিন দূত ইম্যানুয়েলের সঙ্গে শহরটির স্মৃতিসৌধ ও জাদুঘর পরিদর্শন করেন।

এসময় জাপানের প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করছি ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া যেকোনো সময় পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে। আর মার্কিন রাষ্ট্রদূত ইম্যানুয়েলের হিরোশিমা সফর বিশ্বকে শক্তিশালী বার্তা দেবে।ডি- এইচএ

LEAVE A REPLY