যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বে বিচ্ছিন্নতাবাদী অঞ্চলগুলোর মুখোমুখি কিয়েভের সেনা বাহিনীকে ঘেরাও করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে।
তারা রাশিয়ার অভিযানের ৩২ তম দিনে রোববার তাদের সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রাশিয়ার বাহিনী উত্তরে খারকিভ এবং দক্ষিণে মারিউপোল থেকে অগ্রসর হচ্ছে। ইতিমধ্যে উত্তর ইউক্রেনে, যুদ্ধক্ষেত্রটি অনেকাংশে স্থির রয়েছে, স্থানীয় ইউক্রেনীয়দের পাল্টা আক্রমণ তাদের বাহিনী পুনর্গঠিত করার জন্য রাশিয়ান প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর সাথে তাদের বিমানের সংঘর্ষ কমানোর জন্য রাশিয়া তার নিজস্ব আকাশসীমা থেকে যুদ্ধাস্ত্র নিক্ষেপ করার জন্য ‘স্ট্যান্ড-অফ’ কৌশল ব্যবহার করে চলেছে বলে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে।
যাইহোক, মার্কিন যুক্তরাষ্ট্রের মতে, এই অস্ত্রগুলোর ব্যর্থতার হার ৬০ শতাংশ, যা প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, ‘এসব অস্ত্রের মজুদ সীমিত থাকলে রাশিয়ার সমস্যা আরও বাড়বে’ এবং তাদের কম অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রে ফিরে যেতে বাধ্য করবে, অথবা তাদের বিমানের জন্য আরও ঝুঁকি গ্রহণ করবে। সূত্র: আইনিউজ।