অভিনেত্রী রাজ রীপাঅ
বিস্ফোরক এক অভিযোগ তুলেছেন ঢাকাই চলচ্চিত্রের এক উঠতি নায়িকা। রাজ রীপা নামের ওই অভিনেত্রী আশঙ্কা করছেন তাঁকে মেরে ফেলা হতে পারে। শুধু তা-ই নয়, সড়ক দুর্ঘটনায় হত্যা কিংবা মেরে আত্মহত্যা হিসেবেও চালিয়ে দিতে পারে বলে অভিনেত্রী নিজেই জানিয়েছেন। তিনি এটাও বলছেন, নিজেকে শেষ করে দেওয়ার মতো মেয়ে নন তিনি।
নিজের ফেসবুকে এমন অভিযোগ তুলেছেন তিনি। অভিনেত্রী রাজ রীপা ফেসবুকে লিখেছেন, ‘জানি আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। তবু নিজের সান্ত্বনায় বলছি, আমার সাথে যদি কোনাে খারাপ কিছু হয় যেমন দুর্ঘটনার আহত বা নিহত অথবা সুইসাইড করার কোনো খবর আসে তাহলে বুঝে নিতে এটা কোনো প্রকৃতি নয়, কোনো না কোনো মানুষের মাধ্যমে হয়েছে। ’
আত্মহত্যা করবেন না জানিয়ে রীপা বলেন, ‘নিজের হাতে নিজেকে শেষ করে দেওয়ার মতো মেয়ে আমি না, অনেক কষ্ট করে পরিস্থিতির সাথে লড়াই করে নিজেকে গড়ে তুলছি। তবে জীবনে কোনো মানুষকে ঠকাইনি, বরং ঠকেছি। আমাকে প্রতিদ্বন্দ্বী না ভেবে আমাকে সাপোর্ট দেওয়া উচিত। সত্যি কথা যেটা—কেউ কারো জায়গা নিতে পারে না। এমন অসুস্থ মনমানসিকতা থেকে বের হয়ে আসতে হবে। ’
কিন্তু কেন এবং কী কারণে এমনটা হতে পারে বিষয়টি তিনি স্পষ্ট করেননি। এ বিষয়ে কালের কণ্ঠের পক্ষ থেকে যোগাযোগ করা হলে রাজ রীপা বলেন, ‘আমি অনুমান করছি আমার সঙ্গে খারাপ কিছু ঘটতে চলেছে। আমি এখন বলছি আমাকে মেরে ফেলার চেষ্টা করা হবে। অলরেডি একবার চেষ্টা করা হয়েছে। ’
ঘটনার বিবরণ দিয়ে রীপা কালের কণ্ঠকে বলেন, ‘‘তখন ‘মুক্তি’ চলচ্চিত্রের পোস্টার রিলিজ হয়েছে। সে সময় আমাকে একবার গাড়িচাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। সে কথা চেপে গিয়েছিলাম। এখন মনে হচ্ছে কথাটা এই মুহূর্তে বলা দরকার। আমি নতুন ছবিতে অভিনয় শুরু করেছি। এটা বন্ধ করার জন্য কী করছে না তারা?’’
কারা নেপথ্যে―এমন প্রশ্নের জবাব এখনই দিতে চান না রীপা। বললেন, ‘আমি অবশ্যই বলব। আমি শুধু জানিয়ে রাখলাম আমাকে মেরে ফেলা হতে পারে। আরো বলব। আমার চারপাশে যা হচ্ছে, তা আরেকটু বাড়লেই হয়তো মুখ খুলতে হবে। ’
‘দহন’ চলচ্চিত্রের মাধ্যমে রাজ রীপা রুপালি পর্দায় নাম লেখান। এরপর ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’ চলচ্চিত্রে পরিশ্রমী অভিনেত্রী হিসেবে ধরা দিয়েছেন। এখন হাতে কয়েকটা চলচ্চিত্রে রয়েছে তাঁর।