চলতি ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন জাকির হাসান। তরুণ এই ব্যাটার সর্বশেষ তিন ম্যাচে দুটি সেঞ্চুরি আর একটি ফিফটি হাঁকিয়েছেন। আজ আরেকটি সেঞ্চুরির দুয়ার থেকে ফিরে এসেছেন ২৪ বছর বয়সী জাকির। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের হয়ে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে তিনি ৮২ বলে ৯১ রান করে আউট হন।
ইউল্যাব ক্রিকেট মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ৫৭ বলে ফিফটি পূরণ করেন জাকির। সেটাও নাঈম ইসলামকে লং অফ দিয়ে বাউন্ডারি মেরে। পঞ্চাশ পেরোনোর পর তার রান তোলার গতি আরো বেড়ে যায়। মাশরাফি মর্তুজা, শফিউল ইসলামের মতো অভিজ্ঞ পেসারদের তিনি অবলীলায় সামলে যাচ্ছিলেন।
পরবর্তী ৪১ রান করতে সময় নিয়েছেন মাত্র ২৪ বল। সবাই যখন জাকিরের আরেকটি সেঞ্চুরি দেখার অপেক্ষা করছিলেন, তখনই ছন্দঃপতন। বাঁহাতি স্পিনার নাবিল সামাদের বলে টাইমিং মিস করে শর্ট কাভারে ধরা পড়েন মাশরাফির হাতে। চার ম্যাচেই দুটি করে সেঞ্চুরি আর ফিফটিতে জাকিরের সংগ্রহ ৩৯৫ রান।