চলতি আইপিএলে গতকাল রবিবার দিল্লির কাছে হারের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই মুম্বাই অধিনায়ক রোহিত শর্মার জন্য আসে দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে তাকে ১২ লক্ষ রুপি জরিমানা করা হয়েছে। গতকাল দিল্লির কাছে ৪ উইকেটে হেরে যায় পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স।
আইপিএলের কোড কন্ডাক্ট অনুযায়ী, মৌসুমের প্রথম ভুল হওয়ায় অধিনায়ককে স্রেফ ১২ লক্ষ রুপি জরিমানা দিয়ে ছাড় দেওয়া হয়েছে।
পরবর্তীতে শাস্তির পরিমাণ বাড়তে পারে। স্কোরবোর্ডে ১৭৭ তুলেও শেষরক্ষা করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। অক্ষর প্যাটেল এবং ললিত যাদবের ব্যাটে ভর করে দুর্ধর্ষ রান চেজের সাক্ষী রেখে ব্র্যাবোর্নে জিতে মাঠ ছাড়ল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।
রান তাড়ায় নেমে দিল্লি একসময় ১৩ ওভারের মধ্যেই দলের ৬ উইকেট হারিয়ে বসেছিল। আস্কিং রান রেট তখন ১০ এর ওপর। সেই অবস্থা থেকে দিল্লিকে জয়ের পথে নিয়ে যান ললিত যাদব এবং অক্ষর প্যাটেল। দুজনে সপ্তম উইকেটে ২৯ বলে বিষ্ফোরক ৭৫ রানের অপরাজিত পার্টনারশিপ গড়ে দলকে জিতিয়ে দেন।