দলের সব ফুটবলারের নাম জানেন না মঙ্গোলিয়ার কোচ

প্রথমবারের মত বাংলাদেশে খেলতে এসেছে মধ্য এশিয়ার দেশ মঙ্গোলিয়া। এর আগে ২০০১ সালে বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেললেও প্রায় ২১ বছর পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে লাওসের কাছে হেরে এসেছে মঙ্গোলিয়া। তবে সেই ম্যাচে তেমন প্রস্তুতি ছিলনা বলে জানান মঙ্গোলিয়ার জাপানি কোচ ওতসুকা ইচিরো।

এমনকি দলের সব খেলোয়াড়ের নামও জানেন না তিনি।

মঙ্গোলিয়া দলের প্রধান কোচ শারীরিক অসুস্থ থাকায় গত দুই মাস আগে এই দলের হাল ধরেন ওতসুকা ইচিরো। দলের দায়িত্ব নিলেও শুরুতে মাত্র সাতজন খেলোয়াড়কে নিয়ে অনুশীলন শুরু করেন ৫৭ বছর বয়সী এই কোচ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য বেশ কয়েকজন ফুটবলাররাকে দলে অন্তর্ভুক্ত করেছে এই জাপানিজ। তবে যে দল নিয়ে বাংলাদেশে এসেছেন সেই দলের সব খেলোয়াড়ের নামই জানেন না তিনি। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে এমনটা জানালেন। তিনি আরও বলেন,’জানুয়ারির মাঝামাঝি সময়ে আমি মঙ্গোলিয়ার কোচ হয়ে এসেছি। এসময় তাপমাত্রা ছিল -২০ ডিগ্রির মতো। খেলোয়াড়রা গত নভেম্বরের পর থেকে অনুশীলন করার সুযোগ পায়নি। আমরা মার্চ থেকে অনুশীলন শুরু করেছি। মাত্র ৭জন খেলোয়াড় নিয়ে আমরা অনুশীলন শুরু করেছিলাম। এমনকি সব খেলোয়াড়ের নামও আমি জানি না। বুঝতেই পারছেন আমাদের অনুশীলনটা একদমই ভালো হয়নি। জুনে আমাদের বড় কয়েকটা ম্যাচ আছে। ব্যক্তিগতভাবে আমার জন্যও খুবই গুরুত্বপূর্ণ ম্যাচগুলো। খেলোয়াড়দের জন্যও। ‘

‘আমার জন্য ফলটা খুবই গুরুত্বপূর্ণ। তবে লাওসের বিপক্ষে আমরা হেরে গেছি, আর আমি হারতে পছন্দ করি না। সবাই তো জিততে চায়। আমরা এই ম্যাচে ভিন্ন কিছু কৌশল পরীক্ষা করে দেখতে পারি। একইসঙ্গে নতুন কয়েকজন খেলোয়াড়ও খেলবে এই ম্যাচে। জুনের ম্যাচগুলোর জন্য আমাদের ভালো প্রস্তুতি দরকার। ‘

মঙ্গোলিয়ায় আর্টিফিসিয়াল টার্ফে অনুশীলন করে তাদের ফুটবলাররা। এখানে ঘাসের মাঠে খেলা কিছুটা কঠিন বলে মনে করছেন ওতসুকা ইচিরো,’মঙ্গোলিয়ায় আর্টিফিসিয়াল মাঠে খেলা হয়, আমাদের খেলোয়াড়েরা ঘাসের মাঠে খেলে অভ্যস্ত নয়। তাই এখানে খেলাটা কঠিনই হবে। তবে আন্তর্জাতিক ম্যাচে কিন্তু ঘাসের মাঠেই খেলা হয়, তাই আমরা সর্বোচ্চ চেষ্টাটাই করব। ‘

বাংলাদেশ দল নিয়ে তেমন ধারনা নেই মঙ্গোলিয়ার এই কোচের। তবে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও গোলরক্ষক আনিসুর রহমান জিকোর সম্পর্কে খানিকটা জেনেছেন তিনি,’আমার বন্ধু আমাকে বলেছে বাংলাদেশে অনেক ভালো ফুটবলার আছে। অধিনায়ক (জামাল) অনেক ভালো ফুটবলার। গোলরক্ষক জিকোও দারুণ। অনেক কঠিন হবে। বাংলাদেশ দল অনেক দ্রুত আক্রমণে যায়। অধিনায়ক অনেক দূর থেকে পাস দেয় শুনেছি। গোলরক্ষকের নাম শুনেছি জিকো, অনেকটা ব্রাজিলিয়ান জিকোর মতো। আমিই জিততেই চাই তবে ড্র হলে মন্দ হবে না। আমি মাত্র দুই মাস আগে মঙ্গোলিয়ায় এসেছি, সুতরাং সবাই আমার জন্য নতুন। তবে চেষ্টা করব অভিজ্ঞ ফুটবলারদেরকেই খেলাতে। ‘

সিলেট জেলা স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৫টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

LEAVE A REPLY