সর্বশেষ ২০০১ সালে বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল মঙ্গোলিয়া। এরপরের ২১ বছরে আর মুখোমুখি হয়নি এই দুই দল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মধ্য দিয়ে। মঙ্গোলিয়ার এই দলের সদস্য হয়ে প্রথমবারের মত বাংলাদেশে এসেছেন টিসেন্ড আয়ুস।
২১ বছর আগের সেই দুটি ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছিল মঙ্গোলিয়া। সেটির ছিল বিশ্ব ফুটবলে মঙ্গোলিয়ার প্রথম পয়েন্ট। টিভিতে সেই ম্যাচ দেখে আনন্দ-উল্লাস করেছিলেন সে সময়ের ১১ বছরের টিসেন্ড আয়ুস।
যে বাংলাদেশের বিপক্ষে খেলা দেখে আবেগপ্লুত হয়েছিলেন সেই বাংলাদেশের বিপক্ষেই এবার মাঠের লড়াইয়ে নামছেন আয়ুস। আজ সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে মঙ্গোলিয়ার অধিনায়ক জানালেন বাংলাদেশের বিপক্ষে খেলতে পারা সৌভাগ্যের ব্যাপার। তিনি আরও বলেন,’বাংলাদেশ দলের খেলা আমার স্মৃতিতে খুব ভালোভাবেই আছে। ২১ বছর আগে বাংলাদেশের বিপক্ষে আমাদের ভালো একটা স্মৃতি আছে। তখন বাংলাদেশের বিপক্ষে আমাদের ২-২ গোলের একটা ড্র ছিল। মঙ্গোলিয়ার ফুটবল ইতিহাসে বিশ্বকাপ বাছাইপর্বে সেটাই ছিল আমাদের প্রথম পয়েন্ট, অসাধারণ একটা ইতিহাস। ‘
কাল সিলেট জেলা স্টেডিয়ামে জেতার জন্যই মাঠে নামবে মঙ্গোলিয়া এমনটা জানালেন অধিনায়ক টিসেন্ড আয়ুস,’এখন আমাদের একটাই লক্ষ্য, ম্যাচ জেতা। আর সেজন্যই আমরা এখানে এসেছি। মঙ্গোলিয়ার থেকে এখানকার তাপমাত্রা অনেক ভিন্ন। লাওসে আমরা সাতদিন অনুশীলন করেছি তাই প্রস্তুতিটা খুব একটা খারাপও না। ‘
১৯৯৯ সাল থেকে ফুটবলে লাথি মারা শুরু আয়ুসের। এরপর ২০০৬ সালে মঙ্গোলিয়ার জাতীয় দলে অভিষেক হয় এই মিডফিল্ডারের। এরপর থেকেই নিয়মিত খেলছেন তিনি।











































