কোহলির দল কথা রাখেনি – অভিযোগ চাহালের!

টানা আট বছর খেলার পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তারকা রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালের। আইপিএলে প্রথম সুযোগ পেয়েছিলেন ২০১০ সালে। কিন্তু ২০১৪ সালে প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশে নিয়মিত সুযোগ পেতে শুরু করলে তিনি পরিচিতি পান। এবার নতুন দল রাজস্থান রয়্যালসের হয়ে নামার আগে পুরনো দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন চাহাল।

আগামীকাল মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে রাজস্থান। তার আগে পুরনো দল প্রসঙ্গে চাহাল বলেন, ‘বেঙ্গালুরুর এবং তাদের সমর্থকদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি কোনো দিন ভাবিনি অন্য দলের হয়ে খেলব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, আমি কেন বেশি টাকা চেয়েছিলাম? তাদের আমি বলতে চাই, আমি কিচ্ছু চাইনি। দলের ডিরেক্টর মাইক হেসন আমাকে ডেকে বলে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজকে তারা ধরে রেখেছে। আমার কাছে কিছু জানতে চাওয়া হয়নি। ‘

২০১০ সালে এই রাজস্থান দলেই ছিলেন চাহাল। কিন্তু একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। চাহাল জানান, বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট  তাকে বলেছিল যে নিলামে কেনা হবে। কিন্তু সেটা তারা করেনি। চাহালের ভাষায়, ‘ওরা আমাকে জিজ্ঞেস করেনি যে আমি থাকতে চাই কি না? জিজ্ঞেস করলে আমি থাকতে চাইতাম। টাকা শেষ কথা নয়। ওরা আমাকে বলেছিল, নিলামে কিনবে। কিন্তু সেটা করেনি। কথা দিয়ে কথা রাখেনি বেঙ্গালুরু। কিন্তু আমি সারা জীবন বেঙ্গালুরুর সমর্থকদের একইভাবে ভালোবেসে যাব। ‘

LEAVE A REPLY