চেলসির মালিককে বিষ খাইয়েছে রাশিয়া!

গণমাধ্যম ওয়ালস্ট্রিট জানিয়েছে, ফুটবল ক্লাব চেলসির সাবেক মালিক রোমান আব্রামোভিচ এবং ইউক্রেনের দুইজন প্রতিনিধির মধ্যে বিষক্রিয়ার প্রভাব দেখা দিয়েছিল। 

ইউক্রেনের রাজধানী কিয়েভে এ মাসের শুরুতে একটি বৈঠক করেন রাশিয়ান ধনকুবের রোমান আব্রামোভিচ ও ইউক্রেনের প্রতিনিধিরা।  বৈঠকের পর আব্রামোভিচ ও দুইজন প্রতিনিধির মধ্যে বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। 

গণমাধ্যম ওয়ালস্ট্রিট জানিয়েছে, ওই বৈঠকের পর তাদের তিনজনের সবার চোখ লাল হয়ে যায় এবং অব্যহতভাবে তাদের চোখ দিয়ে পানি পড়ছিল।

পরবর্তীতে তারা চিকিৎসার জন্য তুরস্কে যায় এবং একটি ক্লিনিকে চিকিৎসা সেবা নেন। 

ধারণা করা হচ্ছে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাদের শরীরে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছিল।

ওয়ালস্ট্রিট আরও জানিয়েছে, এ বিষয়টির ব্যাপারে যারা জানেন তারা বিষ প্রয়োগের জন্য রাশিয়াকে দায়ী করেছেন।

তবে আব্রামোভিচের কাছের লোকজন জানিয়েছেন, তারা জানেন না এমন সন্দেহজনক বিষ আক্রমণের সঙ্গে কে জড়িত ছিল। 

এদিকে রুশ ধনকুবের রোমান আব্রামোভিচের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গেও দেখা করেছিলেন। কিন্তু তার মাধ্যমে জেলেনস্কির শরীরে বিষ ছড়িয়ে পড়েনি। 

প্রতিপক্ষকে ঘায়েল করতে বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টার রেকর্ড আছে রাশিয়ার। ফলে চেলসির সাবেক মালিক ও ইউক্রেনের দুই প্রতিনিধিকে বিষ দিয়ে আক্রমণ করার অভিযোগটি উড়িয়ে দেওয়া যায় না। 

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, যারা এ সন্দেহজনক হামলার স্বীকার হয়েছিল তারা সবাই এখন সুস্থ ও স্বাভাবিক আছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি

LEAVE A REPLY