‘ফ্রান্স রাশিয়াকে ভয় পায়’ জেলেনস্কির অভিযোগ

শক্তিশালী রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে ইউক্রেন। তাদের সাহায্য করে যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। এ তালিকায় এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ।

কিন্তু  রাশিয়ার সাথে যুদ্ধে পশ্চিম ইউরোপের দেশগুলোর কাছ থেকে ইউক্রেন কতটা সাহায্য সহযোগিতা পাচ্ছে? 

ইউক্রেনের পাশে থাকার কথা প্রথম থেকেই বলে আসছে পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এ দেশগুলো কি আদৌ ইউক্রেনকে সহায়তা করছে?

এ নিয়ে ব্রিটিশ সাময়িকী দি ইকোনোমিস্টের সাথে এক সাক্ষাতকারে খোলাখুলিভাবে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। 

ফ্রান্সের বিষয়ে বলতে গিয়ে জেলেনস্কি বলেন, ফ্রান্স রাশিয়াকে ভয় পায়। এটাই সত্যি। যারা প্রথমে বড় বড় কথা বলে তারাই প্রথমে ভয় পায়।

ফ্রান্স ইউক্রেনকে কেন কোনো সামরিক সহায়তা দিচ্ছে না। এ নিয়ে ফ্রান্সের ওপর ক্ষুদ্ধ জেলেনস্কি। 

অন্যদিকে জার্মানিকে নিয়ে জেলেনস্কি বলেন, জার্মানি ভারসাম্য রেখে চলার চেষ্টা করছে। রাশিয়ার সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক, এবং তারা পরিস্থিতিকে অর্থনীতির মাপকাঠি দিয়ে দেখছে। তারা মাঝে-মধ্যে কিছু সাহায্য করছে। আমার মনে হয় পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তারা তাদের অবস্থান অদল-বদল করছে।

ইকোনোমিস্টের সঙ্গে দেওয়া সাক্ষাতকারে জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, পরিস্থিতি বদলে গেলে জার্মানিও বদলে যাবে। মানে তারা যদি মনে করে ইউক্রেনকে সাহায্য দেওয়া তাদের জন্য বিপজ্জনক মনে হবে তখন তারা সরে যেতে পারে।

তবে যুক্তরাজ্যের বেশ প্রশংসা করেছেন জেলেনস্কি। তিনি জানিয়েছেন যুক্তরাজ্য কোনো কিছু না ভেবে শুধুমাত্র ইউক্রেনের কথা ভেবে তাদের সহায়তা করছে। 

তাছাড়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনেরও বেশ প্রশংসা করেছেন তিনি। 

যুক্তরাজ্য সম্পর্কে জেলেনস্কি বলেন,  সত্যি কথা বলতে কি জনসনই একজন নেতা যিনি সবচেয়ে বেশি সাহায্য করছেন। যুক্তরাজ্য আমাদের পক্ষে। তারা কোনো ভারসাম্য রাখার চেষ্টা করছে না। সমস্যা সমাধানে ব্রিটেন অন্য কোনো বিকল্প ভাবছে না।

যুক্তরাজ্য নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাজ্য চাইছে ইউক্রেন জিতুক এবং রাশিয়া হেরে যাক।

সূত্র: বিবিসি

LEAVE A REPLY