বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ সাংবাদিকদের দেখাবো: ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি তার সরকারের বিরুদ্ধে ‘বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ’ থাকার চিঠি জ্যেষ্ঠ সাংবাদিক ও সরকারের মিত্রদের দেখাবেন। নিজের দল পিটিআই-এর ২৭ মার্চের সমাবেশে তিনি কথিত চিঠিটি তুলে ধরে জনতাকে দূর থেকে দেখিয়েছিলেন।  

বুধবার রাজধানী ইসলামাবাদে ই-পাসপোর্ট সুবিধা চালু করার এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় ইমরান খান এ কথা জানান।

গত রবিবার ইসলামাবাদে পিটিআই-এর শক্তি প্রদর্শনের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী ইমরান তার পকেট থেকে একটি কাগজ বের করে জনতার দিকে তুলে ধরেন।

তিনি দাবি করেন, এটি একটি চিঠি যা তার সরকারের পতন ঘটাতে ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের’ প্রমাণ।

ইমরান খান তখন বলেন, ‘সরকার পরিবর্তনের জন্য বিদেশি তহবিল ব্যবহার করা হচ্ছে। বিদেশ থেকে টাকা আসছে আর দেশের ভেতরের মানুষকে ব্যবহার করা হচ্ছে। তাদের মধ্যে অনেকে এ বিষয়ে সচেতনও নন যে তারা ব্যবহৃত হচ্ছেন। ’ 

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে যে নথিটি আছে, আমি তা আজ জ্যেষ্ঠ সাংবাদিকদের দেখাবো। আমরা দেশকে নিরাপদ রাখতে চাই। সেজন্য জনসমক্ষে বিস্তারিত প্রকাশ করতে পারি না। কিছু লোক মনে করে এটা একটা রসিকতা। তাই আমি শীর্ষস্থানীয় সাংবাদিকদের সঙ্গে এটি শেয়ার করার সিদ্ধান্ত নিয়েছি। ‘

ইমরান আরও জানান, তিনি ক্ষমতাসীন জোটভুক্ত প্রতিটি দলের একজন সদস্যকে ডেকে তাদের ‘নথিটি’ দেখাবেন এবং প্রমাণ করবেন যে তা বাস্তব।

‘লোকে যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। তবে সতর্ক থাকুন কারণ, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আপনারা একটি বিশাল আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হতে পারেন। নথিটিই এর প্রমাণ দেবে’, বলেন পিটিআই নেতা।  

মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আসাদ উমর এবং তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালকে চিঠিটি দেখাতে সম্মত হয়েছেন। পরিকল্পনা ও উন্নয়ন মন্ত্রী আসাদ উমর বলেন, ‘প্রধানমন্ত্রী প্রয়োজনে এবং জনগণের সন্তুষ্টির জন্য প্রধান বিচারপতির কাছে চিঠিটি উপস্থাপন করতে প্রস্তুত। কারণ তার পদের একটি সুনাম রয়েছে। উমর বলেন, তিনিসহ মাত্র তিন থেকে চার জন ওই চিঠি দেখেছেন।  

ওমর জানান, ‘চিঠিটি শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব এবং মাত্র দুই বা তিনজন মন্ত্রিসভার সদস্যকে দেখানো হয়েছে’।

সরকারের ভাষ্য, চিঠিটির তারিখ বিরোধী দল জাতীয় পরিষদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করার আগের দিনের। এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে।

পিটিআই এর মহাসচিব পরিকল্পনামন্ত্রী আসাদ উমর অভিযোগ করেন, সরকারের বিরুদ্ধে এই ষড়যন্ত্রের পেছনে প্রধান চরিত্র সাবেক প্রধানমন্ত্রী যুক্তরাজ্যে থাকা নওয়াজ শরিফ। তিনি লন্ডন থেকে সংশ্লিষ্ট আন্তর্জাতিক পক্ষটিকে সহায়তা করছেন। অন্যদিকে পাকিস্তান গণতান্ত্রিক আন্দোলনের (পিডিএম) জ্যেষ্ঠ নেতৃত্বও জেনেশুনে এতে জড়িত থাকতে পারেন।

সূত্র : দ্য ডন।

LEAVE A REPLY