রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ওই মার্কিন কর্মকর্তা সিএনএনকে জানান, ইউক্রেনে রুশ সেনারা কতটা বাজে নজির রেখেছে এবং পশ্চিমারা নিষেধাজ্ঞা রুশ অর্থনীতির ওপর কতটা বিরূপ প্রভাব ফেলতে পারে সে ব্যাপারে পুতিনকে তার উপদেষ্টারা ভুল তথ্য দিচ্ছেন। পুতিনের সিনিয়র উপদেষ্টারা তাকে সত্যিরা বলতে ভয় পাচ্ছেন বলেও দাবি করেছেন ওই মার্কিন কর্মকর্তা।
মূল্যায়নটি মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
ওই মার্কিন কর্মকর্তা আরও জানান, যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য রয়েছে যে পুতিন ভুল তথ্য সম্পর্কে সচেতন হয়েছেন, তাই পুতিন এবং তার শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে।
এদিকে, ইউক্রেনের বিশ্বাস অর্জন করতে চেরনিহিভ এবং রাজধানী কিয়েভের আশপাশের এলাকাগুলোতে রুশ সেনারা হামলা কমিয়ে দেবে বলে মঙ্গলবার ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রতিনিধিরা জানিয়েছেন।
রাশিয়ার বিরুদ্ধে মুখে একটি বলে তার উল্টোটা করার অভিযোগ করেছেন চেরনিহিভের গভর্নর ভিয়ানচেসলাভ চাউস।
তিনি জানিয়েছেন, রাশিয়া চেরনিহিভে হামলা কমিয়ে দেওয়ার ঘোষণা দেওয়ার পর হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।
গণমাধ্যম সিএনএনকে এ ব্যাপারে চেরনিহিভের গভর্নর বলেন, তারা বলছে তারা হামলা কমিয়ে দিচ্ছে। কিন্তু তারা হামলার পরিমাণ বাড়িয়ে দিয়েছে।