বাচ্চাদের স্কুল খুলছে, তাই সাকিব যাচ্ছেন আমেরিকায়

চাইলে ওয়ানডে সিরিজ শেষ না করেই দেশে ফিরে আসতে পারতেন সাকিব আল হাসান। সুযোগ থাকা সত্ত্বেও দক্ষিণ আফ্রিকাতেই থেকে যাওয়া অলরাউন্ডার সেখানে প্রথম সিরিজ জয়ী দলের গৌরবের অংশীদার হয়েই চাপেন দেশে ফেরার ফ্লাইটে। ফেরার সময় দুই টেস্টের সিরিজের অন্তত শেষ ম্যাচটি খেলার জন্য আবার দক্ষিণ আফ্রিকায় ফেরার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল।

তবে পারিবারিক কারণে ক্ষীণ সেই সম্ভাবনাও মিলিয়ে গেছে।

দক্ষিণ আফ্রিকা নয়, সাকিবকে বরং চেপে বসতে হচ্ছে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে। ক্রিকেট ভুলে আপাতত সেখানে বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া এবং আসার কাজে ব্যস্ত হয়ে যেতে হবে তাঁকে।   সন্তানসহ একাধিক নিকটাত্মীয় অসুস্থ্য হয়ে হাসপাতালে ভর্তি থাকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন সাকিব। এঁদের প্রায় সবাই সুস্থ হয়ে বাসায় ফিরলেও ক্যান্সার আক্রান্ত তাঁর শ্বাশুড়ি চিকিৎসাধীন এখনো।

যে কারণে তাঁকে এই অবস্থায় রেখে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পক্ষেও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হচ্ছে না। ওদিকে আবার স্কুলও খুলে যাচ্ছে। অগত্যা সন্তানকে স্কুলে আনা-নেওয়ার দায়িত্ব বাবা সাকিবকেই পালন করতে হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস।

সফরে দলের সঙ্গে থাকা এই  বোর্ড পরিচালক বলছিলেন, ‌‌‌‌’সাকিবের বাচ্চার স্কুল খুলে যাচ্ছে। ক্যান্সার আক্রান্ত শ্বাশুড়ির পাশে থাকার জন্য ওর স্ত্রীও এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে যেতে পারছে না। সে তাঁর মায়ের কাছেই থাকছে। এমন পরিস্থিতিতে বাচ্চা নিয়ে সাকিবকেই যেতে হচ্ছে আমেরিকায়। তাই দ্বিতীয় টেস্ট খেলতে ওর আর দক্ষিণ আফ্রিকায় ফেরা হচ্ছে না। ‘

LEAVE A REPLY