খালেদের জোড়া আঘাতে বাংলাদেশের দারুণ শুরু

ছবি : এএফপি

ডারবান টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা টাইগারদের জন্য দারুণ হয়েছে। দিনের শুরুতেই দুই উইকেট তুলে নিয়েছেন পেসার খালেদ আহমেদ। ৮০ ওভার শেষ হতেই দ্বিতীয় নতুন বল নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। সেই বল দিয়েই দলকে সাফল্য এনে দেন সৈয়দ খালেদ আহমেদ।

 কাইল ভেরেইনাকে ফিরিয়ে টেম্বা বাভুমার সঙ্গে ৬৫ রানের জুটি ভাঙেন এই পেসার।

খালেদের গুড লেংথের বলটি একটু সামনে পিচ করে ভেতরে ঢুকে ভেরেইনাকে বোকা বানিয়ে তার প্যাডে আঘাত হানে। লেগ বিফোরের জোড়ালো আবেদনে আম্পায়ার আঙুল তুলতে সময় নেননি।  ৮১ বলে ২৮ রান করা ভেরেইনা রিভিউ নিয়েও বাঁচতে পারেননি। পরের বলে নতুন ব্যাটার ভিয়ানমুল্ডারের (০) তুলে দেওয়া ক্যাচ স্লিপে দুর্দান্তভাবে তালুবন্দি করেন মাহমুদুল হাসান।

হ্যাটট্রিকের সুযোগ পেলেও তৃতীয় বলটি ভালো হয়নি খালেদের।  নতুন ব্যাটসম্যান কেশব মহারাজ সেটি ছেড়ে দেন। এরপর তাসকিন আহমেদের বলেও আরেকটি আউটের সম্ভাবনা তৈরি হয়েছিল। তার বল গিয়ে লাগে টেম্বা বাভুমার প্যাডে। জোড়ালো আবেদন হলেও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নিয়েও সিদ্ধান্ত পাল্টাতে পারেনি। আম্পায়ার্স কলে টিকে যান বাভুমা।

LEAVE A REPLY