চুক্তি বৃদ্ধি করে ব্রুনো বললেন, সামনে সেরাটা দেখতে পাবেন

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে এক বছরের চুক্তি বৃদ্ধি করলো পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। নতুন চুক্তি অনুযায়ী ২০২৬ সাল পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে থাকবেন ২৭ বছর বয়সী এই ফুটবলার। এছাড়া নতুন চুক্তিতে বলা হয়েছে, পরবর্তীতে আরও এক বছর চুক্তি বৃদ্ধির সুযোগ রয়েছে।

নতুন চুক্তি বৃদ্ধির পর ব্রুনো জানালেন, আরও অনেক দেওয়ার বাকি রয়েছে তাঁর।

তিনি বলেন,’আমি এখানে আরও অনেক কিছু অর্জন করতে চাই। ভক্তদের জন্য সাফল্য এনে দিতে চাই। আমরা কিছু দুর্দান্ত মুহূর্ত ভাগ করেছি তবে আমার এবং এই দল থেকে সেরাটি এখনও আসেনি। ‘

২০২০ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে এখন পর্যন্ত ১১৭ ম্যাচ খেলে ৪৯টি গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ। চলতি মৌসুমে ৩৭ ম্যাচে করেছেন নয় গোল।

LEAVE A REPLY