ব্যাট ভাঙার ‘প্রতিশোধ’ হিসেবে শোয়েবকে ছক্কা মারেন বালাজি

২০০৪ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত।   ৪ ম্যাচ শেষে ২-২ সমতায় ছিল দুই দল। সিরিজের শেষ ম্যাচ তাই হয়ে যায় ‘অঘোষিত ফাইনাল’।  লাহোরে অনুষ্ঠিত ওই শেষ ম্যাচে স্পিডস্টার শোয়েব আখতারের সামনে ভারতের ব্যাটাররা যখন খাবি খাচ্ছিলেন, তখন তাকে নির্ভীক ছক্কা হাঁকান লক্ষীপতি বালাজি।

এত বছর পরও সেই স্মৃতি ভুলেননি ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’।  

হরভজন সিংয়ের সঙ্গে এক আলাপচারিতায় শোয়েব আখতার সেই ঘটনার স্মৃতিচারণ করে বলেছেন, ‘আমার বলে শচীনও স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। পুরো ভারতীয় দল আমাকে খেলতে পারেনি। কিন্তু এই একজন লোক, বালাজি একেবারে শেষে ব্যাটিং করতে নেমে আমাকে ছক্কা মেরেছিল। ‘

ভারতীয় ইনিংসের শেষ ওভারে শোয়েবের বলে বালাজির ব্যাট ভেঙে গিয়েছিল। সেই ওভারেই শোয়েবকে ছক্কা হাঁকিয়েছিলেন বালাজি। বালাজি এবং ইরফান পাঠানের জুটিতে ভারত ৭ উইকেটে ২৯৩ রান করেছিল। যাতে বালাজির অবদান ৭ বলে ১০ আর ইরফান করেন ১২ বলে ২০ রান। দুজনেই বল হাতে ৩টি করে উইকেটও নিয়েছিলেন।

LEAVE A REPLY