নিজেকে প্রমাণের সুযোগ হাতছাড়া করলেন সাদমান

নিজেদের প্রথম ইনিংসে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। তামিম ইকবালের হঠাৎ অসুস্থতায় সুযোগ পেয়ে সাদমান হোসেন সেটা কাজে লাগাতে পারেননি। আউট হয়েছেন মাত্র ৯ রান করে। দলীয় ২৪ রানে সিমন হার্মারের বলে তিনি বোল্ড হয়ে ফিরেন।

এই ম্যাচে তার খেলারই কথা ছিল না। ভাগ্যক্রমে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারলেন না সাদমান।

এর আগে ৩৬৭ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ হয়। ৪ উইকেটে ২৩৩ রান তুলে প্রথম দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা। টেম্বা বাভুমা ৫৩* আর কাইল ভেরাইনা ২৭* রানে অপরাজিত ছিলেন। আজ দ্বিতীয় দিনের শুরুতেই জোড়া আঘাত হানেন পেসার খালেদ আহমেদ। কাইল ভেরেইনাকে (২৮) লেগ বিফোরের ফাঁদে ফেলে টেম্বা বাভুমার সঙ্গে ৬৫ রানের জুটি ভাঙেন। পরের বলে নতুন ব্যাটার ভিয়ানমুল্ডারের (০) তুলে দেওয়া ক্যাচ স্লিপে দুর্দান্তভাবে তালুবন্দি করেন মাহমুদুল হাসান।

সেঞ্চুরির দ্বারপ্রান্ত থেকে টেম্বা বাভুমাকে ফেরান মেহেদি মিরাজ। এই তরুণ স্পিনারের বলে বোল্ড হয়ে শেষ হয়ে বাভুমার ১৯০ বলে ১২ চারে ৯৩ রানের ইনিংস। এরপর কেশব মহারাজ ফিরেন ১৯ রানে। ১৯৮ রানে ৮ উইকেট পতনের পর লেজের দাপটে দক্ষিণ আফ্রিকার স্কোর ৩৬৭ পর্যন্ত যায়। খালেদ আহমেদ ২৫ ওভারে ৯২ রান দিয়ে ৪টি আর মিরাজ ৪০ ওভারে ৯৪ রানে ৩ উইকেট নিয়েছেন। ৮৬ রানে ২টি নিয়েছেন এবাদত। তবে ২৩ ওভারে ৬৯ রান দিলেও তাসকিন উইকেটশূন্য।

LEAVE A REPLY