রাশিয়ায় তেলের ডিপোতে হামলা চালিয়েছে ইউক্রেন : রুশ গভর্নর

রাশিয়ার বেলগোরোদ শহরের তেলের একটি ডিপোতে ইউক্রেনের সেনাবাহিনীর হেলিকপ্টার থেকে হামলা চালানোর অভিযোগ করেছেন শহরটির আঞ্চলিক গভর্নর। খবর বিবিসির।

টেলিগ্রাম চ্যানেলে বেলগোরোদ শহরের গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ বলেছেন, স্থানীয় সময় আজ শুক্রবার সকালে হামলাটি চালানো হয়েছে। ইউক্রেন অবশ্য হামলার দায় স্বীকার করেনি।

গভর্নর ব্যাচেস্লাভ গ্লাডকভ দাবি করেছেন, ইউক্রেনের দুটি হেলিকপ্টার থেকে হামলা চালানো হয়েছে। এতে করে তেলের ডিপোতে আগুন ধরে যায়। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তবে তাদের জীবন শঙ্কায় নেই বলেও জানিয়েছেন তিনি।

গভর্নর আরো বলেছেন, দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর কাজ করছেন। পাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
সূত্র : বিবিসি।

LEAVE A REPLY