অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিততে পাকিস্তানের দরকার ২১১

স্বাগতিক পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১-১ এ সমতায় রয়েছে। তাই আজকের তৃতীয় ওয়ানডেটি রূপ নিয়েছে ফাইনালে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ যে দল জিততে, সিরিজ উঠবে তাদের হাতেই। সিরিজ নির্ধারণী এই ম্যাচে পাকিস্তানের বোলিং তোপে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২১০ রানে।

টসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ৬ রানেই অস্ট্রেলিয়া হারিয়েছিল তিন উইকেট।  শাহিন শাহ আফ্রিদির করা ম্যাচের প্রথম বলেই বোল্ড হন দুর্দান্ত ফর্মে থাকা ট্রাভিস হেড। দ্বিতীয় ওভারে রানের খাতা খোলার আগেই অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন হারিস রউফ। গত ম্যাচেও ‘ডাক’ মেরেছিলেন ফিঞ্চ।   ষষ্ঠ ওভারে মার্নাস লাবুশানেকে (৭) ইফতিখার আহমেদের ক্যাচ বানান ওই হারিসই।

এরপর বেন ম্যাকডারমটের ৩৬, অ্যালেক্স ক্যারির ৫৬, ক্যামেরন গ্রিনের ৩৪ ও শন অ্যাবটের ৪৯ রানের ওপর ভর করে ২১০ পর্যন্ত যেতে সক্ষম হয় অজিরা।  পাকিস্তানের হারিস রউফ ও মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৩টি করে উইকেট লাভ করেন। এছাড়া শাহিন শাহ আফ্রিদির শিকার দুই উইকেট।

শাহিন শাহ আফ্রিদির করা ম্যাচের ৩৯তম ওভারে ২১ রান তুলেছেন অজি অলরাউন্ডার শন অ্যাবট। ওই ওভারের প্রথম বলে ৪ হাঁকান অ্যাবট, এর পরের বলে নেন ডাবল। তৃতীয় বলে ছক্কা, আর পরের দুই বলে টানা দুই চার মারেন এই ডানহাতি। শেষ বলে নেন  সিঙ্গেল।

LEAVE A REPLY