তেলশূন্য শ্রীলঙ্কায় ভারতীয় ডিজেলবাহী জাহাজ

কলম্বোতে বিক্ষোভকারীদের পুড়িয়ে দেওয়া বাস-এনডিটিভি

ভারতের দেওয়া ১০০ কোটি ডলারের ঋণ সহায়তার আওতায় ৪০ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ শ্রীলঙ্কায় পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় দেশটির বিভিন্ন স্থানে এই জ্বালানি বিতরণ করা হবে।

ডিজেল বাসসহ বাণিজ্যিক যানবাহনের প্রধান জ্বালানি। দ্বীপদেশটি পেট্রল স্টেশনগুলো ডিজেলশূন্য হয়ে পড়েছে।

সরকারি কর্মকর্তাদের ভাষ্য এবং গণমাধ্যমের খবর অনুযায়ী এতে গণপরিবহনব্যবস্থা অচল হয়ে পড়েছে।  

বেসরকারি বাসের মালিকরা (শ্রীলঙ্কার বাসবহরের দুই-তৃতীয়াংশ) বলেছেন, তাদের মজুদের তেল ইতিমধ্যে শেষ। শনিবারের পর ন্যূনতম সেবাও দেওয়া সম্ভব হবে ন।

শুক্রবার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেন। আগের দিন রাতে বিক্ষোভকারীরা তার বাসভবনের কাছে সহিংস বিক্ষোভ করে।   রাজাপক্ষে শুক্রবার এ বিষয়ে বলেন, বিক্ষোভকারীদের লক্ষ্য ‘আরব বসন্ত’র পরিস্থিতি তৈরি করা।  

এক দশকেরও বেশি আগে মধ্যপ্রাচ্য ও  উত্তর আফ্রিকার আরবভাষী অঞ্চলে ব্যাপক দুর্নীতি এবং অর্থনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে অঞ্চলজুড়ে গণবিক্ষোভ হয়। এতে কয়েকজন শাসকের পতনও ঘটে। সেটিই ‘আরব বসন্ত’ নামে পরিচিত।  

রাজধানীর বাইরে দক্ষিণের শহর গল, মাতারা এবং মোরাতুওয়াতে সরকারবিরোধী বিক্ষোভ দেখা গেছে। উত্তর ও মধ্যাঞ্চলেও অনুরূপ বিক্ষোভের খবর পাওয়া গেছে। এসব অঞ্চলের প্রধান সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শ্রীলঙ্কা ১৯৪৮ সালে স্বাধীন হওয়ার পর থেকে তার সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। কভিড-১৯ মহামারি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। করোনায় দেশটির আয়ের বড় উৎস পর্যটন এবং রেমিট্যান্স খাত ক্ষতিগ্রস্ত হয়। অনেক অর্থনীতিবিদ এ-ও বলছেন, সরকারের অব্যবস্থাপনা এবং বছরের পর বছর জমা হওয়া ঋণের কারণে সংকট আরো বেড়েছে।

 শুক্রবার প্রকাশিত সর্বশেষ সরকারি তথ্যে দেখা গেছে, মার্চ মাসে কলম্বোতে মুদ্রাস্ফীতি ১৮.৭  শতাংশে পৌঁছেছে। এটি টানা ষষ্ঠ মাসিক রেকর্ড। খাদ্যের দাম বেড়েছে রেকর্ড ৩০.১ শতাংশ।  
সূত্র : এনডিটিভি।

LEAVE A REPLY