যুদ্ধের বীভৎসতা, এক রাস্তাতেই পড়ে ছিল ২০ মরদেহ

রাজধানী কিয়েভের আশপাশ থেকে রাশিয়ান সেনাদের হটিয়ে দিয়েছে ইউক্রেনের সেনারা। 

আর রুশ সেনারা কিয়েভের এলাকাগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে বের হয়ে আসছে যুদ্ধে বীভৎসতা। 

গণমাধ্যম এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, কিয়েভের অদূরে অবস্থিত বুচা শহরের শুধুমাত্র একটি রাস্তাতেই পড়ে ছিল অন্তত ২০ জন বেসামরিক নাগরিকের মরদেহ। 

এসব মরদেহের হাত পেছন দিক দিয়ে বাঁধা ছিল এবং মরদেহ গুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল। 

কারো কারো মরদেহ পড়েছিল রাস্তায় মাঝে।  একজনের মরদেহ পাওয়া গেছে বাড়ির সামনে।  দুইজনের মরদেহের পাশে পড়েছিল তাদের সাইকেল। 

যদিও তাদের মৃত্যুর কারণ জানা যায়নি। তবে একজনের মাথায় গভীর ক্ষত পাওয়া যায়। 

রাশিয়া ইউক্রেনে হামলা করার পর রাজধানী কিয়েভ দখল করতে চেষ্টা চালায়। কিন্তু তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। এরপর কিয়েভ দখল করার পরিকল্পনা বাদ দিয়ে এখন তারা সরে যাচ্ছে। 

এরপরই বের হয়ে আসছে যুদ্ধের ভয়াবহতা। 

 এএফপি সাংবাদিকরা জানিয়েছেন, যে ২০ জনের মরদেহ পাওয়া গেছে তাদের সবাই বেসামরিক পোশাকে ছিলেন। সাধারণ ইউক্রেনীয়রা যে পোশাক পড়েন সে পোশাকই ছিল তাদের গায়ে। 

সূত্র: এনডিটিভি

LEAVE A REPLY