চার জাতি টুর্নামেন্টের প্রস্তাব নিয়ে আইসিসিতে যাচ্ছেন রমিজ

চার জাতির সীমিত ওভারের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব নিয়ে এবার আইসিসিতে যাচ্ছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (প্রধান) রমিজ রাজা। আগামী সপ্তাহে দুবাইয়ে অনুষ্ঠিতব্য আইসিসির সভায় তিনি এই আনুষ্ঠানিক প্রস্তাব দেবেন। অনেক দিন ধরেই ভারত-পাকিস্তান-ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে নিয়ে প্রতিবছর একটি করে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের কথা চলছে। বিষয়টি নিয়ে ভারত ও অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সাথে কয়েকবার আলোচনাও করেছেন রমিজ।

সমস্যা হলো, আরো আগেই আইসিসি পরবর্তী বছরগুলোর জন্য ফিউচার ট্যুর প্রগ্রাম বা এফটিপি নির্ধারণ করে ফেলেছে। আইসিসির আসরগুলোর সময়সূচিও ঠিকঠাক।  এমন অবস্থায় নতুন করে সময় বের করে সূচি করার অনুমতি চেয়ে আইসিসির কাছে প্রস্তাব দেওয়ার কথা জানান রমিজ। এমনকি এমন টুর্নামেন্ট আয়োজন সম্ভব হলে বিপুল অর্থ আয়ও হবে বলে তিনি মনে করেন। রমিজের মতে মিডিয়া স্বত্ব এবং অন্যান্য ব্যাবসায়িক কার্যক্রম থেকে ৭৫০ মিলিয়ন ডলার আয় হতে পারে।

রমিজের এমন প্রস্তাব পেলেও তাতে কোনো সাড়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমাদের ফিউচার ট্যুর প্রগ্রাম (এফটিপি) সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে। এ ছাড়া আরো অনেক বিষয় আছে, যে কারণে এখন পর্যন্ত শুধু আইসিসি টুর্নামেন্টেই তাদের (পাকিস্তান) সাথে খেলার অনুমতি পাচ্ছি। একই সময়ে আমরা মনে করি না, আইসিসি একটি চার দেশের টুর্নামেন্ট আয়োজনে সম্মত হবে। তাদের পক্ষ থেকে রমিজের প্রস্তাব ফিরিয়ে দেওয়া হবে। ‘

এ ছাড়া ২০১২ সাল থেকে শুধু এশিয়া কাপ এবং আইসিসি ইভেন্টে খেলছে ভারত ও পাকিস্তান। সর্বশেষ ২০১২ সালে সাদা বলের ক্রিকেটে সিরিজ খেলেছে দুই দল। রাজনৈতিক কারণে বহু বছর ধরে দুই দেশের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ হয়ে আছে। দুই দেশের রাজনৈতিক সম্পর্ক উন্নয়নের আশু কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তা ছাড়া আইসিসিতে ভারতীয় বোর্ডের প্রভাব অনেক বেশি।  এসব কারণে রমিজ রাজার প্রস্তাব আইসিসিতে কতটা গুরুত্ব পাবে তা দেখার।

LEAVE A REPLY