৩ গাড়ির সংঘর্ষ, আহত হয়ে হাসপাতালে অভিনেত্রী

গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বলিউড আইটেম গার্ল মালাইকা অরোরা। 

মুম্বাইয়ের খোপোলির কাছে মহাসড়কে তিনটি গাড়ির সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন এ অভিনেত্রী।

ঘটনার পর পর দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে অর্জুন কাপুরের প্রেমিকাকে। 
 
খোপোলি পুলিশ সূত্রে খবর,  শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন ইভেন্ট শেষে মুম্বাই-পুনে মহাসড়ক দিয়ে ফিরছিলেন মালাইকা। ৩৮ কিমি পয়েন্টে তার গাড়ির সঙ্গে আরও দুটি গাড়ির সংঘর্ষ হয়।  
 

মালাইকার গাড়িটি ছিল দুটি গাড়ির মাঝখানে। তিনটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হন এ অভিনেত্রী।

হরেশ কলসেকর নামের এক পুলিশ কর্মকর্তা জানান, বাকি দুটি গাড়ির চালকরা ঘটনার পর পর পালিয়ে গেছেন।  গাড়ির নম্বরের ক্লু ধরে তাদের খুঁজছে পুলিশ। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, মালাইকার আঘাত অতটা গুরুতর নয়। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY