মারিওপোলে প্রচণ্ড যুদ্ধ ও বিমান হামলা চলছে: যুক্তরাজ্য

Local residents walk past a building destroyed during Ukraine-Russia conflict in the southern port city of Mariupol Ukraine April 3, 2022. REUTERS/Alexander Ermochenko


ইউক্রেনে রুশ বাহিনীর হাতে অবরুদ্ধ শহর মারিওপোল, যা আক্রমণের সময় তীব্র রুশ বোমা হামলার কেন্দ্র ছিল। এখনও রুশ বাহিনী বিমান হামলার কেন্দ্রস্থলে পরিণত করেছে শহরটি বলে জানিয়েছে যুক্তরাজ্য। 

রোববার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার সর্বশেষ গোয়েন্দা প্রতিবেদনে এ কথা জানিয়েছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, মারিওপোলে চলমান এ লড়ায়ে রুশ বাহিনী শহর দখলের চেষ্টা করার পাশাপাশি নির্বিচারে বিমান হামলা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মারিওপোল রাশিয়ান আক্রমণের মূল কারণ, এটি রাশিয়া থেকে ক্রিমিয়ার দখলকৃত অঞ্চলে একটি স্থল করিডর হিসেবে সুরক্ষিত করবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর থেকে কয়েকটি অঞ্চল নিয়ন্ত্রণে নিয়েছেন রুশ সেনারা। আজ যুদ্ধের ৪০তম দিন।

LEAVE A REPLY