ইউক্রেনের ১১ মেয়র ‘অপহৃত’

ইউক্রেনের ১১ জন স্থানীয় নেতাকে রাশিয়ান বাহিনী অপহরণ করেছে বলে রোববার উপ-প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক দাবি করেছেন। 

টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় ইরিনা ভেরেশচুক দাবি করেন, রেডক্রস কমিটিকে আমি বিষয়টি জানিয়েছি। সাধারণ মানুষের মতো শহরের মেয়ররাও নিখোঁজ হয়ে যাচ্ছেন।’

অপহৃত মেয়রদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেওয়াও অনুরোধ জানান তিনি। 

এছাড়া কিয়েভের পশ্চিমাঞ্চলের মতিজিন গ্রামের প্রধান ওলগা সুখেনকো এবং তার স্বামীকে রুশ সেনা ‘হত্যা’ করেছে বলেও দাবি করেন তিনি।

গত ২৬ মার্চ ইউক্রেনের প্রসিকিউটররা তাদের অপহরণের বিষয়টি ঘোষণা করে। 

ইউরোপীয় ইউনিয়নও রুশ অধিকৃত ভূখণ্ডে বেশ কয়েকজন মেয়রের অপহরণের নিন্দা জানিয়েছে। যার মধ্যে দক্ষিণাঞ্চলীয় শহর মেলিতোপোলের মেয়রও রয়েছেন।  মেলিতোপোলের মেয়রকে বেশ কয়েকজন রুশ সেনার বিনিময়ে মুক্ত করা হয়েছিল। 

এদিকে, চেরনিগিভ, খারকিভ এবং কিয়েভের অধিকৃত এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর রুশ সেনাদের বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধাপরাধ বেশ কয়েকটি ঘটনা নথিভুক্ত করেছে বলে রোববার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে। এর মধ্যে রয়েছে একটি  গণর্ষণ ও হত্যার মতো ঘটনাও। 

এছাড়া রুশ সেনারা খাদ্য, পোশাক এবং জ্বালালি কাঠসহ বিভিন্ন জিনিস লুটপাটের সঙ্গে জড়িত বলেও অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ।

LEAVE A REPLY