চেলসি-রিয়াল মহারণ আজ

রিয়ালে দ্রুতই বদলায় সব কিছু। ২০১৫ সালে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন কার্লো আনচেলোত্তি। এর কিছুদিন পরই বরখাস্ত তিনি! দ্বিতীয় দফা রিয়ালে ফিরে তারায় ঠাসা পিএসজির বিপক্ষে এনে দিয়েছেন অবিস্মরণীয় জয়। লা লিগা জয়ের সুবাসও পাচ্ছে রিয়াল।

তার পরও বার্সেলোনার কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টালমাটাল আনচেলোত্তির চেয়ার। আজ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির মাঠে হারলে চাকরি হারানোটা সময়ের অপেক্ষা হয়ে যেতে পারে আনচেলোত্তির। আহত এই রিয়ালের ক্ষতে কিছুটা প্রলেপ পড়েছে আন্তর্জাতিক বিরতির পর লা লিগায় সেল্তা ভিগোকে হারিয়ে। করিম বেনজিমা ফেরায় উজ্জীবিতও তারা। তবে বাস্তবতাটা হচ্ছে চেলসির কাছে গতবার সেমিফাইনালে হেরে বাদ পড়েছিল রিয়াল। এবার তাই প্রতিশোধ নিতে মুখিয়ে কার্লো আনচেলোত্তির শিষ্যরা। অন্য ম্যাচে স্পেনের আরেক দল । শেষ ষোলোতে জুভেন্টাসের মতো প্রতিপক্ষকে দ্বিতীয় লেগে ৩-০ গোলে গুঁড়িয়ে দিয়েছিল ভিয়ারিয়াল। ‘ইয়োলো সাবমেরিন’ খ্যাত দলটিকে তাই সমীহ করেই নামবেন রবার্ত লেভানদোস্কিরা।

সেল্তা ভিগোর বিপক্ষে জিতলেও রিয়ালের খেলায় ধার ছিল না। উল্টো অসাধারণ কিছু সেভ করে দলকে বাঁচিয়েছেন থিবো কর্তোয়া। ম্যাচে তিন তিনটা পেনাল্টি না পেলে জেতাটা সহজ হতো না তাদের। একটা সময় চেলসিতে খেলা কর্তোয়া তাই সতর্ক করলেন সতীর্থদের, ‘জানি না, আমরা জেতার মতো খেলতে পেরেছি কি না। আমাদের খেলায় তীব্রতা ছিল না। চেলসিকে হারাতে হলে আরো আক্রমণাত্মক হতে হবে। ’

বর্তমান চ্যাম্পিয়ন চেলসি রোমেলু লুকাকুকে দলে ভিড়িয়ে শক্তি বাড়িয়েছে আরো। তবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে পুরো দলই টালমাটাল। নিষিদ্ধ হয়েছেন মালিক রোমান আব্রামোভিচ। ক্লাব বিক্রি করতে হচ্ছে তাঁকে। নানা বিধি-নিষেধের বেড়ায় আটকানোর প্রভাব পড়েছে পারফরম্যান্সেও। প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে ব্রেন্টফোর্ডের কাছে বিধ্বস্ত ৪-১ গোলে। ম্যাচটা খেলার সময় কি রিয়াল নিয়েই ভাবছিলেন, এমন প্রশ্নের জবাবে কোচ টমাস টুখেল জানিয়েছেন, ‘সেটা কেন? আমাদের পুরো মনোযোগই ছিল। ওরা আসলে দুর্দান্ত খেলেছে। ধাক্কাটা রিয়ালের বিপক্ষে দ্রুত কাটাতে হবে আমাদের। জানি রিয়াল ঝড় তুলতে স্টাম্পফোর্ড ব্রিজে আসবে। সেটা সামলাতে হবে আমাদের। ’

এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ঝামেলায় দুই দলের কোচই। টুখেলের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে স্ত্রী সিসির। ১৩ বছরের সংসারের ইতি টানতে চলেছেন দুজন। রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি আক্রান্ত হয়েছেন করোনায়। স্টাম্পফোর্ড ব্রিজে আসাটাই একসময় অনিশ্চিত ছিল তাঁর।

রিয়ালের বিপক্ষে কখনো হারের তেতো স্বাদ পাননি টুখেল। মুখোমুখি ছয় ম্যাচের জিতেছেন দুটি, ড্র চারটিতে। তা ছাড়া পরিসংখ্যান বলছে, ১৩ বার চ্যাম্পিয়নস লিগ জিতলেও চেলসিকে এই টুর্নামেন্টে হারাতে পারেনি রিয়াল।  

আজ রাত ১টা শুরু হবে চেলসি ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচ। একই সময়ে মাঠে নামবে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখ।

LEAVE A REPLY