তিন গোল করেও মন ভরছে না ক্লপের

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। ফিরতি লেগের আগে দুই গোলে এগিয়ে থাকায় বেশ সুবিধা জনক অবস্থায় অলরেডরা। প্রতিপক্ষের মাঠ থেকে দুই গোলে এগিয়ে থেকে ম্যাচ জেতা কম নয়। কিন্তু লিভারপুল ইয়ুর্গেন ক্লপ বলছেন তাদের আরও গোল করা উচিত ছিল।

গতকাল ম্যাচে বেনফিকার গোলরক্ষক ওদেসিয়াস ভ্লাখোদিমস দারুণ কয়েকটি সেভ করে আরও গোল হজম করার হাত থেকে বাঁচান দলকে। ক্লপও তাই বেনফিকার গোলরক্ষককে কৃতিত্ব দিলেন। ম্যাচ শেষে এই জার্মান কোচ বলেন,’আরও অনেক বেশি গোল করা উচিত ছিল। আমার মনে হয়, মূলত তাদের গোলরক্ষকের কারণে গোল হয়নি আর, কৃতিত্ব তার প্রাপ্য। তাদের গোলরক্ষক সম্ভবত ম্যাচের সেরা খেলোয়াড় ছিল। আমরা ভালো খেলেছি, তবে সে দুর্দান্ত কিছু সেভ করেছে। ‘ 

তবে দুই গোলে এগিয়ে থাকায় সন্তুষ্টি প্রকাশ করেছেন ক্লপ,’দিন শেষে আমরা জিতেছি। দুই গোলে এগিয়ে আছি। আরেকটি গোল করতে পারলে ভালো হতো। তবে সামনে তাকাতে চাই আমরা। ভালো ফল পেয়েছি। দ্বিতীয় লেগের আগে প্রতিপক্ষ সম্পর্কে আমরা এখন আরও বেশি জানি এবং ওদের মান নিয়েও জানা আছে আমাদের এখন। ‘

আগামী ১৩ই এপ্রিল দিবাগতরাতে অনফিল্ডে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল।

LEAVE A REPLY