মিথ্যা মামলা করায় নাজমুল হুদার বিচার শুরু

সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা

মিথ্যা তথ্য দিয়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করায় সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে উল্টো দুদকের দায়ের করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। বুধবার (৬ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন। এর মাধ্যমে মামলাটিতে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো।

এরআগে এদিন মামলাটির শুনানিতে আদালতে হাজির হন নাজমুল হুদা। এরপর তার পক্ষের আইনজীবী মামলাটির দায় হতে তাকে অব্যহতি চেয়ে আদালতে আবেদন করেন। অন্যদিকে দুদকের পক্ষ থেকে মামলাটির অভিযোগ গঠনের জন্য দাবি জানানো হয়। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে নাজমুল হুদার অ্যবহতির আবেদন খারিজ করে দিয়ে মামলাটিতে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেন। এরআগে গত বছরের ২৪ নভেম্বর মামলাটির চার্জশিট গ্রহণ করেন আদালত।

২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় কার্যালয়-১ এ নাজমুল হুদার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। এতে বলা হয়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে নিজের বিরুদ্ধে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায় বদলে দেওয়া হয়েছে ও উৎকোচ চাওয়া হয়েছে বলে অভিযোগ করে এস কে সিনহার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন নাজমুল হুদা। পরে এ মামলাটির তদন্ত করে দুদক।

দীর্ঘ দেড় বছর তদন্ত করে এসকে সিনহার বিরুদ্ধে নাজমুল হুদার মামলাটি মিথ্যা প্রমাণিত হয়। দুদক আইনে বলা আছে, কেউ যদি মিথ্যা তথ্য দিয়ে মামলা করে আর যদি তা তদন্তে বের হয়ে আসে তাহলে অভিযোগকারীর বিরুদ্ধে মামলা করা হবে। তাই উল্টো ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধেই মামলা করে দুদক।রি-আরএ/ইভূ

LEAVE A REPLY